কম্পিউটার পরিচালনার দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা জানিয়ে আপনার ছোট ভাই বা বোনের জন্য একখানা পত্র রচনা করুন।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

১৫.১০.২০১৯ 

সদর রোড, ফরিদপুর

প্রিয় শাওন,
আমার স্নেহ ও ভালোবাসা নিও। বাবা-মা'কে আমার সালাম জানিও। গতকাল বাবার চিঠিতে জানতে পারলাম যে, তোমার এস. এস. সি পরীক্ষা শেষ হয়েছে। সামনে তোমার বিশাল সময়ের ছুটি রয়েছে। এ বিশাল ছুটি সঠিকভাবে ব্যয় করতে তুমি সময়টাকে কম্পিউটার শিক্ষায় কাজে লাগাতে পারো। কম্পিউটার ছাড়া আজকাল সবকিছু একেবারেই অচল বলা চলে। অফিসের কাজ থেকে আউটসোর্সিং, বিভিন্ন সায়েন্স প্রোজেক্ট বানানো, বিভিন্ন ইভেন্টের ব্যানার তৈরি, কলেজের প্রেজেন্টেশনসহ অনেক কিছুই কম্পিউটারের মাধ্যমে করা সম্ভব। আর কম্পিউটারে কিছু নির্দিষ্ট দক্ষতা অর্জন করতে পারলে কলেজ লাইফে তুমি তোমার সহপাঠীদের তুলনায় এগিয়ে থাকবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা অর্জনের জন্য তুমি শহরের কোন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের বেসিক বিষয় সমূহ শিখে নিতে পারবে।

এছাড়াও এইসব দক্ষতা অর্জনের জন্য ইন্টারনেটের ব্যবহার জানতে হবে। ইন্টারনেট তোমাকে পুরো পৃথিবীর নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে। এতে করে তোমার কাজ আরো সহজ ও মজাদার হয়ে উঠবে। ইন্টারনেটের অনেক কুফলও রয়েছে। তাই তোমাকে সতর্কতার সাথে ইন্টারনেট ব্যবহার করতে হবে এবং এর ভালো দিক গুলো তোমাকে গ্রহণ করতে হবে। বিভিন্ন ধরণের শিক্ষনীয় ওয়েবসাইট থেকে তুমি তোমার জ্ঞান ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করো। তোমার সফলতা ও সুস্থতা কামনা করি। চিঠির মাধ্যমে তোমার অগ্রগতি জানিও ।

ইতি
সোহাগ

1 year ago

বাংলা

Please, contribute to add content.
Content
Promotion