SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Job

আমাদের জাতীয় চার নেতার নাম লিখুন। তাঁরা মুজিবনগর সরকারের কে কোন পদে দায়িত্ব পালন করেন? কোপায় এবং কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন?

Created: 10 months ago | Updated: 10 months ago

মুক্তিযুদ্ধ শুরুর এক মাসের মধ্যেই ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠন করা হয় মুজিবনগর সরকার। ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) ভবেরপাড়ার আম্রকাননে এই সরকার শপথ গ্রহণ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জাতীয় চারনেতাঃ সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহাম্মেদ, মোহাম্মদ মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান এর ভূমিকা অপরিসীম।

১। সৈয়দ নজরুল ইসলামঃ
১৯৭১ এর অসহযোগ আন্দোলনে প্রশংসনীয় ভূমিকা পালন করেন। বঙ্গবন্ধু কারাগারে থাকায় ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

২। তাজউদ্দীন আহমেদঃ
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তিনি প্রতিরক্ষা, যোগাযোগ, পরিকল্পনাবিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাধ্য, শ্রম, সমাজকল্যাণ ও সংস্থাপন মন্ত্রণালয়সহ অন্যান্য যেসব বিষয় কারও উপর ন্যস্ত হয়নি তার দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ছিলেন। ১৯৭১ সালের ২৫শে মার্চের পর ভারতে গিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। মুক্তিবাহিনীর অস্ত্র সংগ্রহ, মুক্তিযুদ্ধের পক্ষে আর্ন্তজাতিক সমর্থন লাভের ক্ষেত্রে তাঁর ভূমিকা অপরিসীম।

৩। মোহাম্মদ মনসুর আলীঃ
একজন সফল আইনজীবী। তিনি অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ১৯৪৮ সালে যশোর ক্যান্টনমেন্টে প্রশিক্ষণ নেন এবং পিএলজি ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত হন। মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন

৪। আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানঃ 

১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত স্বাধীন বাংলাদেশের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র, ত্রাণ ও পুর্নবাসন এবং কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে মুক্তিযুদ্ধ করেন।

10 months ago

বাংলাদেশ বিষয়াবলী

Please, contribute to add content.
Content

Related Question

View More