SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের সুবিধা-অসুবিধা নিরূপন করুন।

Created: 10 months ago | Updated: 10 months ago

প্রযুক্তি কথার অর্থ হলো টেকনোলজি। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের কিছু সুবিধা রয়েছে এর সাথে কিছু অসুবিধাও রয়েছে। নিয়ে এ বিষয়ে আলোচনা করা হলোঃ

  • জ্ঞান বৃদ্ধি ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রযুক্তির প্রয়োজন।
  • শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার সকলের জীবনকে সহজ করে তোলে। প্রযুক্তির কল্যাণে অনেক দূরে থেকেও শিক্ষা গ্রহণ করা সম্ভব।
  • শিক্ষকের লেকচার সহ যাবতীয় শিক্ষা উপকরণ রেকর্ড করে রাখার ব্যবস্থা রয়েছে। তাই শিক্ষা কার্যক্রম হয়েছে আরো সহজতর। 
  • বিশ্বের বিভিন্ন শিক্ষকেেদর থেকে জ্ঞানার্জন করা যায় এবং বিশ্বের বিভিন্ন লাইব্রেরী থেকে ঘরে বসেই বই পড়া যায়। 
  • অডিও ভিজুয়াল শিক্ষা প্রদান শিক্ষাদান পদ্ধতিকে করেছে আরো আকর্ষণীয় ।

 

অসুবিধাঃ

  • অধিকমাত্রায় প্রযুক্তি নির্ভরশীলতা তৈরী করে।
  • মেধার অপব্যবহার হয়।
  • শিক্ষার্থীদের নিজেদের কর্মদক্ষতা হ্রাস করে।
  • প্রশ্নফাঁস সহ নানা ধরণের ঘটনা ঘটে।
10 months ago

টেকনিক্যাল

Please, contribute to add content.
Content

Related Question

View More

প্রশ্নে বলা হচ্ছে, একটি ভগ্নাংশের লব 200% এবং হর 350% বাড়ানো হলে ভগ্নাংশটি হয় 512মূল ভগ্নাংশটি কত?

ধরি, ভগ্নাংশটির লব x এবং হর y

অতএব, ভগ্নাংশটি xy 

প্রশ্নমতে,  x+ x  200% y + y  350% 512

 x +200x100y +  350 y 100 = 512

 x+ 2x y+ 7y2 = 512

  3x2y+ 7y2 = 512

  3x9y2 = 512

 3x1 × 29y = 512

 2x3y = 512

xy =5 × 312 × 2 

  xy = 58

অতএব, মূল ভগ্নাংশটি  58

9 months ago