Part B
Translate the following passage into English:
'জীবন গড়া' প্রত্যয়টি আপেক্ষিক। জীবন গড়ার দৃষ্টিভঙ্গিটি বহুমাত্রিক। জীবন দৃষ্টি অবশ্যই ব্যক্তিক। এ ব্যক্তিক দৃষ্টিভঙ্গি সমষ্টির তরে নিবেদিত হবে নাকি 'আপনার লয়ে বিবৃত রইবে' তা নির্ভর করে ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়ার ওপর। মানুষ পরিবারকে অস্বীকার করতে পারে না। পরিশেষে অগ্রাহ্য করতে পারে না। প্রতিবেশিকে অবজ্ঞা করতে পারে না। এ সবের মধ্যে দিয়ে সে যদি শেখে 'লেখাপড়া করে যারা গাড়িতে চড়ে তারা' তাহলে সে জীবনে সফল হতে পারে। আর যদি সে জানে 'জীবন জীবনের জন্য', 'মানুষ মানুষের জন্য' তা হলে সে ত্যাগি আদর্শবাদী হয়ে উঠতে পারে।
Translate the following passage into English:
'জীবন গড়া' প্রত্যয়টি আপেক্ষিক। জীবন গড়ার দৃষ্টিভঙ্গিটি বহুমাত্রিক। জীবন দৃষ্টি অবশ্যই ব্যক্তিক। এ ব্যক্তিক দৃষ্টিভঙ্গি সমষ্টির তরে নিবেদিত হবে নাকি 'আপনার লয়ে বিবৃত রইবে' তা নির্ভর করে ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়ার ওপর। মানুষ পরিবারকে অস্বীকার করতে পারে না। পরিশেষে অগ্রাহ্য করতে পারে না। প্রতিবেশিকে অবজ্ঞা করতে পারে না। এ সবের মধ্যে দিয়ে সে যদি শেখে 'লেখাপড়া করে যারা গাড়িতে চড়ে তারা' তাহলে সে জীবনে সফল হতে পারে। আর যদি সে জানে 'জীবন জীবনের জন্য', 'মানুষ মানুষের জন্য' তা হলে সে ত্যাগি আদর্শবাদী হয়ে উঠতে পারে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?