নিচের যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন :
ইসলামি ব্যাংক অন্যান্য প্রচলিত ব্যাংক থেকে স্বাতন্ত্র্য বজায় রাখে। সাধারণ ব্যাংকের মতো কার্যাবলি সম্পাদন করলেও ইসলামি ব্যাংকের কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। যেমন-
১. শরীয়াহ মোতাবেক পরিচালিতঃ ইসলামি ব্যাংক শরীয়াহ মোতাবেক পরিচালিত। এর লেনদেন কোনো অবস্থাতেই শরীয়তপন্থি হবে না।
২. সুদমুক্ত: এ ব্যাংকব্যবস্থায় আমানত গ্রহণ ও বিনিয়োগ প্রদানে সম্পূর্ণ সুদমুক্ত; এর কোনো অবস্থাতে সুদের লেনদেন নেই। কেননা সুদ একদিকে সাধারণ মানুষকে নিঃস্ব করে অপরদিকে জাহান্নামে টেনে নিয়ে যায়।
৩. অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসাঃ ইসলামি ব্যাংকিং হলো গ্রাহক ও ব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা। নিয়ে এখানে ব্যাংক শুধু দাতা বা গ্রহীতার ভূমিকা পালন করবে না বরং গ্রাহকের সাথে অংশীদার হিসেবে ব্যবসায় কতসা পরিচালনা করে থাকে।
৪. অর্থনৈতিক ভারসাম্য আনয়ন: ইসলামি ব্যাংক আর্থ-সামাজিক ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে সচেষ্ট। সমাজের বিভিন্ন স্তরে মানুষের অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা এই ব্যাংকের লক্ষ্য।
৫. ঋণ না দিয়ে বিনিয়োগ করাঃ ঋণের বিপরীতে বিনিয়োগ ব্যবস্থা গ্রহণ করে ইসলামি ব্যাংক সুদকে নিরুৎসাহিত করেছে। কেননা ঋণের সাথে সুদ সম্পৃক্ত। ঋণের পরিবর্তে ইসলামি ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে যা শরীয়তসম্মত।
৬.জনকল্যাণ: ইসলামি ব্যাংক শুধু মুনাফা অর্জনে ব্যস্ত নয় বরং এটি জনকল্যাণে নিয়োজিত একটি আর্থিক প্রতিষ্ঠান। বিভিন্ন প্রকার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এটি জনকল্যাণমূলক কাজ করে থাকে।
৭. কর্মসংস্থান সৃষ্টি: এ ব্যাংকের আরেকটি বৈশিষ্ট্য হলো কর্মসংস্থান সৃষ্টি করা। বেকার সমস্যা সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
৮. মেধার মূল্যায়ন: ইসলামি ব্যাংক মেধাবী ও সৎ প্রার্থীদের। যথাযথ মেধা যাচাইয়ের মাধ্যমে কোনো প্রকার দুর্নীতি ছাড়াই কর্মসংস্থানের চেষ্টা করছে।
৯. যাকাত আদায়ঃ এই ব্যাংক যাকাত আদায়ের মাধ্যমে জনগণকে যাকাত প্রদানে উৎসাহিত করছে।
১০. মানবসম্পদ উন্নয়ন: মানবসম্পদ উন্নয়নে এ ব্যাংকের প্রচেষ্টা লক্ষণীয়। এটি এ ব্যাংকের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং এটি এ ব্যাংকের নিজস্বতা।
পরিশেষে বলা যায়, ইসলামি ব্যাংক দেশে প্রচলিত অন্যান্য ব্যাংকব্যবস্থা থেকে সম্পূর্ণ ভিন্নধারায় পরিচালিত, যা জনকল্যাণসহ অন্যান্য ইসলামি ভাবধারা বজায় রাখতে সক্ষম। সুতরাং এ ব্যাংক ইসলামি অর্থব্যবস্থা প্রতিষ্ঠায় অগ্রগণ্য।
অনুবাদ করুন:
الم - ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلوة ومما رزقتهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالأخرة هم يوقنون
الم এর মর্মার্থ বর্ণনা করুন।
মুত্তাকী কারা? অত্র আয়াতে هدى للمتقين অন্য আয়াতে هدى للناس বলা হয়েছে। এর কারণ কী?
অনুবাদ করুন:
عن ابن عمر - رضي الله تعالى عنهما -: أن رسول الله ﷺ قال: أُمرتُ أن أُقاتل الناسَ حتى يشهدوا أن لا إله إلا الله وأنَّ محمدًا رسول الله، ويُقيموا الصلاة، ويُؤتوا الزكاة، فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحقِّ الإسلام، وحسابهم على الله تعالى.
الا بحق الاسلام দ্বারা কী বুঝানো হয়েছে?
মিশকাতুল মাসাবীহ গ্রন্থের বৈশিষ্ট্য আলোচনা করুন।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?