চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি DeepSeek-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হলেন লিয়াং ওয়েনফেং (Liang Wenfeng)। তিনি ২০২৩ সালে DeepSeek প্রতিষ্ঠা করেন, যা চীনের হ্যাংজু শহরে অবস্থিত এবং হাই-ফ্লায়ার (High-Flyer) নামক একটি হেজ ফান্ডের মালিকানাধীন।