যেসব মৌলের পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন তবে, ভর সংখ্যা একই হয়ে থাকে তাদেরকে পরষ্পরের আইসোবার বলা হয়।
***আইসোবার= ভর সমান, প্রোটন ভিন্ন; পৃথক মৌল।***
যেমনঃ
Cu (কপার) এর পারমাণবিক সংখ্যা 29, এবং
Zn (জিংক) এর পারমাণবিক সংখ্যা 30
তবে উভয় মৌলের ভরসংখ্যা 65। ফলে এরা পরষ্পরের আইসোবার।
একইভাবে, K(পটাসিয়াম), Ca(ক্যালসিয়াম) একে অপরের আইসোবার।
Read more