নওগাঁ জেলা

সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী - নওগাঁ জেলা
  • আত্রাই নদীর তীরে অবস্থিত।
  • ৭টি চক বা মহল্লা অথবা নওগাঁ গ্রামের নামানুসারে এর নামকরণ করা হয়।
  • সোমপুর বিহার-নওগাঁ ৮ম শতাব্দীতে পালবংশীয় রাজা ধর্মপাল এটি নির্মাণ করেন।
  • ৫ টাকার নোটে কুসুম্বা মসজিদ (নওগাঁ) এর ছবি রয়েছে।
  • পাহাড়পুর বিহারের পূর্ব নাম সোমপুর বিহারের । এটি UNESCO বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।
  • সম্প্রতি নওগাঁর পাহাড়পুরে গুপ্ত সভ্যতার জৈন মন্দিরের সন্ধান পাওয়া গেছে।
  • দর্শনীয় স্থান- পাহাড়পুর বৌদ্ধ বিহার, জগদ্দল বিহার, হলুদ বিহার, অন্তঃপুরী বিহার, সত্য পীরের ভিটা, সোমপুর বিহার, কুসুম্বা মসজিদ ।
Content added By

Promotion

Promotion