পুরস্কার ও সম্মাননা

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
Please, contribute by adding content to পুরস্কার ও সম্মাননা.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

শিশু সাহিত্য পুরস্কার
সাহিত্য পুরস্কার
চলচ্চিত্র পুরস্কার
নাট্য পুরস্কার
গ্লোবাল ওমেনৎস লিডারশিপ অ্যাওয়ার্ড
মেডেল অব ডিস্টিংকশন
আইসিটি সাসটেইননেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড
বিশেষ প্রশংসাপত্র এবং ক্রেস্ট
অধ্যাপক মঞ্জুরুল ইসলাম
ড. জাফর ইকবাল
অধ্যাপক আনিসুজ্জামান
অধ্যাপক আবু সাইদ

নোবেল পুরস্কার

আলফ্রেড নোবেল

  • বিখ্যাত রসায়নবিদ আলফ্রেড নোবেল সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন
  • ১৮৩৩ সালে। তিনি ডিনামাইট আবিষ্কারের জন্য বিখ্যাত । 
  •  তিনি ১৮৭৫ সালে উদ্ভাবন করেন ব্লাস্টিং গিলাটিন
  •  নোবেল ইন্সটিটিউট প্রতিষ্ঠার জন্য সম্পত্তির ৯৪ শতাংশ দান করে যান।
  • ১৯০১ সাল থেকে প্রবর্তিত হয় নোবেল পুরস্কার। 
  • শুরু ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর ইতালিতে মৃত্যুবরণ করেন।
  •  প্রতিবছর ১০ ডিসেম্বরে অসলোতে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।
  • অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাঁর উইলে কোনো অর্থ অনুমোদন করে যাননি।

 

জেনে নিই 

  •  নোবেল পুরস্কার প্রদান করা হয়- সুইডেন থেকে।
  • নোবেল ফাউন্ডেশন গঠন করা হয়- ১৯০০ সালে
  • প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়- ১৯০১ সালে।
  •  বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার- নোবেল পুরস্কার।
  •  নোবেল পুরস্কারের প্রবর্তক- সুইডেনের বিখ্যাত বিজ্ঞানী আলফ্রেড বার্নার্ড নোবেল।
  • আলফ্রেড নোবেল পুরস্কারের জন্য উইল করে যান- ৩১ কোটি ১০ লাখ ক্রোনা ।
  •  নোবেল পুরস্কার দেওয়া হয়নি- ১৯৪০, ১৯৪১ ও ১৯৪২ সালে (২য় বিশ্বযুদ্ধের কারণে)।
  • ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হতো- ৫টি ক্ষেত্রে।
  •  সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নে ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। 

 

বর্তমানে নোবেল পুরস্কার প্রদান করা হয় ৬ টি ক্ষেত্রে 

  1.  চিকিৎসা বিজ্ঞান 
  2.  পদার্থ বিজ্ঞান 
  3. রসায়ন 
  4. শান্তি 
  5. সাহিত্য 
  6. অর্থনীতি 

 

নোবেল পুরষ্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান 

 

প্রতিষ্ঠানের নাম (৪টি)

  • ওয়েজিয়ান নোবেল কমিটি (নরওয়ে) - শান্তি 
  • রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সস (সুইডেন)- পদার্থ , রসায়ন ও অর্থনীতি 
  • সুইডিশ একাডেমি (সুইডেন)- সাহিত্য 
  • ক্যারোলিনস্কা ইনস্টিটিউট (সুইডেন)- চিকিৎসা বিজ্ঞান 

প্রথম নোবেল বিজয়ী ও দেশ 

  • ফ্রেডারিক পাসি (ফ্রান্স)ও হেনরি ডুনান্ট (সুইজারল্যন্ড) - ১৯০১ ( শান্তি) 
  • সুলি প্রুধোম (ফ্রান্স) - ১৯০১ (সাহিত্য) 
  • উইলহেম কনরাড রন্টজেন (জার্মানি) - ১৯০১ (পদার্থ) 
  • জ্যাকবস হেনরিকাস ভ্যান্ট হফ (নেদারল্যান্ড) - ১৯০১ (রসায়ন) 
  • এমিল অ্যাডলফ ভন বেহরিং (জার্মানি) - ১৯০১ (চিকিৎসা) 
  • ইয়েন টিনবারগেন (নেদারল্যান্ডস) ও রাগনার ফ্রিশ (নরওয়ে) - ১৯৬৯ (অর্থনীতি)

 

উপমহাদেশে নোবেল বিজয়ী

 

ভারতীয় উপমহাদেশে নোবেল পুরস্কার জয় করেন- ১২ জন।

নোবেল বিজয়ী

ক্ষেত্র 

সাল 

১. রবীন্দ্রনাথ ঠাকুর (ভারত)

সাহিত্য 

১৯১৩

২. চন্দ্রশেখর ভেক্টর রমন (ভারত)

পদার্থ

১৯৩০

৩. হয় গোবিন্দ খোরানা (তার)

চিকিৎসা

১৯৬৮

৪. মামার ফেরেসা (ভারত)

শান্তি

১৯৭৯

৫. সালাম (পাকিস্তান)

পদার্থ

১৯৭৯

৬. সুব্রামানিয়ান চন্দ্রশেখর (ভারত)

পদার্থ

১৯৮৩

৭. অমর্ত্য সেন (ভারত)

অর্থনীতি

১৯৯৮

৮. ড. মুহাম্মদ ইউনূস (বাংলাদেশ)

শান্তি

২০০৬

৯. ভেঙ্কটরমন রামকৃষ্ণ (ভারত)

রসায়ন 

২০০৯

১০. কৈলাশ সত্যার্থী (ভারত)

শান্তি

২০১৪

১১. মালালা ইউসুফজাই (পাকিস্তান)

শান্তি

২০১৪

১২. অভিজিৎ ব্যানার্জী (ভারত)

অর্থনীতি 

২০১৯ 

 

জেনে নিই 

  • ভারতীয় উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন- সি.ভি. রমন।
  •  নোবেল পুরস্কার প্রাপ্ত দক্ষিণ এশীয় প্রথম বিজ্ঞানী- সি.ভি. রমন; ভারত।
  •  সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার লাভ করেন- মালালা ইউসুফজাঈ (১৭ বছর বয়সে)। 
  •  প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন- ড. মোহাম্মদ ইউনূস ।
  • অর্থনীতিতে নোবেল বিজয়ী দ্বিতীয় ভারতীয়- অভিজিৎ ব্যানার্জী (২০১৯ সালে)।
  • প্রথম বাঙালি হিসেবে নোবেল পান করেন- রবীন্দ্রনাথ ঠাকুর; ১৯১৩ সালে গীতাঞ্জলি (১৯১০) রচনার জনা ।
  • অমর্ত্য সেন কল্যাণ অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন (দুর্ভিক্ষ ও দারিদ্র্য, সামাজিক চয়ন তত্ত্বে)। 

 

মুসলিম নোবেল বিজয়ী 

  • এ পর্যন্ত মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করে- ১৩ জন।
  • মুসলিমরা এ পর্যন্ত নোবেল পুরস্কার পায়নি- অর্থনীতিতে।
  • প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন- আনোয়ার সাদাত (মিশর)। 
  • আরবি সাহিত্যে একমাত্র নোবেল বিজয়ী মুসলিম- নাগিব মাহফুজ (মিশর) ।
  •  নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী- শিরিন এবাদি (ইরান)।
  • নোবেল বিজয়ী প্রথম আরব নারী- তাওয়াক্কোল কারমান (ইয়েমেন)।

 

নোবেল পুরস্কার প্রত্যাখানকারী

  • স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখান করে- ২ জন । 
  • ফ্রান্সের জঁ পল সাত্রে; ১৯৬৪ সালে (সাহিত্যে)।
  • এশিয়ার শান্তিতে নোবেল বিজয়ী প্রথম ব্যক্তি- ভিয়েতনামের লি ডাক থো।
  • ভিয়েতনামের লি ডাক থো: ১৯৭৩ সালে (শান্তিতে) ভিয়েতনামের লি ডাক থো
  •  শান্তিতে নোবেল পুরস্কার পেয়েও প্রত্যাখ্যান করেন
  • সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন- ২ জন; রাশিয়ার বরিস পেস্তারনেক, ফ্রান্সের জ্যাঁ পল সারে

 

মরণোত্তর নোবেল বিজয়ী

এ পর্যন্ত মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন- ৩ জন।

১. কানাডার রালফ এম স্টেইনম্যান: ২০১১ সালে (চিকিৎসায়)।

২. সুইডেনের দ্যাগ হ্যামারশোল্ড: ১৯৬১ সালে (শান্তিতে)।

৩. সুইডিশ কবি এরিক কার্লফেল্ট; ১৯৩১ সালে (সাহিত্যে)।

 

নোবেল বিজয়ী নারী

  • প্রথম নোবেল বিজয়ী নারী- পোল্যান্ডের মাদাম কুরি: ১৯০৩ সালে (পদার্থে)। 
  •  ভারতীয় উপমহাদেশে নোবেল বিজয়ী নারী- মাদার তেরেসা ও মালালা ইউসুফজাঈ ।

 

মার্কিন প্রেসিডেন্টদের নোবেল জয়

  • এ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নোবেল পুরস্কার পান- ৪ জন।
  • প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে থিওডর রুজভেল্ট ১৯০৬ সালে শাস্তিতে ।
  • দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে উড্রো উইলসন ১৯১৯ সালে শান্তিতে। 
  • তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টার ২০০২ সালে শান্তিতে
  •  চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা ২০০৯ সালে শাস্তিতে।
  •  ক্ষমতায় থাকা অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নোবেল পুরস্কার পান- ৩ জন; যথা: থিওডর রুজভেন্ট, উড্রো উইলসন ও বারাক ওবামা।

 

অন্যান্য 

  •  দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পান ব্রিটেনের বাট্রান্ড রাসেল (১৯৫০ সালে)।
  • রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পান সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল
  • ১৯৫৩ সালে Second World War গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান- উইন্সটন চার্চিল ।
  • বিজ্ঞানী কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন- লিনাস পাউলিং (১৯৬২ সালে)।
  • মনোবিজ্ঞানী কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন- ড্যানিয়েল ক্যানেম্যান (২০০২ সালে)।
  •  পিতা-পুত্র একই সালে নোবেল পুরস্কার পেয়েছেন- পিতা উইলিয়াম ব্রাগ ও পুত্র লরেন্স ব্রাগ; পদার্থবিজ্ঞানে।
  • সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার লাভ করেন- পাকিস্তানের মালালা ইউসুফজাঈ।
  • সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার লাভ করেন- যুক্তরাষ্ট্রের জন বি. গুডএনাফ (৯৭ বছর)।
  •  শান্তিতে তিনবার নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র সংস্থা- Red Cross. ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে। 
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

নাদিয়া মুরাদ
অভিজিৎ ব্যানার্জি
আবি আহমেদ আলী
কাজুও ইশিগুরো
জলবায়ু পরিবর্তন
পারমাণবিক শক্তির ব্যবহার
মতপ্রকাশের স্বাধীনতা
শরণার্থীদের সুরক্ষা

রামোন ম্যাগসেসে পুরস্কার

ফিলিপাইনের সাবেক রাষ্ট্রপতি রামোন ম্যাগসেসেকে স্মরণ করে পুরস্কারটি প্রবর্তিত হয়- ১৯৫৭ সালে। পুরস্কারটিকে বিবেচনা করা হয়- এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে। এ পর্যন্ত ১২ জন বাংলাদেশী এ পুরস্কার লাভ করেন।

 

পুরস্কারটি প্রদান করা হয় ছয়টি বিভাগে-

  1. জনসেবা
  2. উদীয়মান নেতৃত্ব
  3. সরকারী সেবা
  4. সামাজিক নেতৃত্ব
  5. শান্তি ও আন্তর্জাতিক সমন্বয় এবং
  6. সাংবাদিকতা, সাহিত্য ও সৃজনশীল যোগাযোগ
Content added || updated By

অস্কার পুরস্কার

  • বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ বা নোবেলখ্যাত পুরস্কার- অস্কার।
  •  পুরস্কারটি অন্য যে নামে পরিচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস।
  • পুরস্কারটি প্রদান করা হয়- ২৪টি ক্যাটাগরিতে
  •  পুরস্কারটি প্রথম প্রদান করা হয়- ১৯২৯ সাল থেকে।
  • অস্কার পুরস্কারের অনুষ্ঠানস্থল - লস অ্যাঞ্জেলস, ডলবি থিয়েটার হল, যুক্তরাষ্ট্র।
  • পুরস্কারটির প্রবর্তক-যুক্তরাষ্ট্রের হলিউড Academy of Motion Pictures Arts & Science 
  • প্রথম বাঙালী ও দ্বিতীয় ভারতীয় হিসেবে অস্কার বিজয়ী- সত্যজিৎ রায়; ১৯৯২ সালে।
  • প্রথম অস্কার বিজয়ী ভারতীয়- বানু আথাইয়া; ১৯৮২ সালে গান্ধী চলচ্চিত্রের জন্য।
  • এককভাবে দুটি ক্যাটাগরিতে অস্কার বিজয়ী প্রথম ভারতীয়- এ. আর. রহমান। 
  •  প্রথম বাংলাদেশি অস্কার বিজয়ী- নাফিস বিন জাফর; ২০০৭ ও ২০১৫ সালে।
  • নাফিস বিন জাফর যে ক্যাটাগরিতে পুরস্কার পান- বিজ্ঞান ও প্রযুক্তি ।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

বুকার পুরস্কার

  • বুকার পুরস্কার যুক্তরাজ্যের সর্বোচ্চ সাহিত্যে পুরস্কারের নাম ।
  • পুরস্কারটি প্রবর্তিত হয়- ১৯৬৯ সালে।
  • প্রবর্তক- যুক্তরাজ্যের বুকার ম্যাক কোলেন কোম্পানি।
  • বর্তমান অর্থমূল্য- ৫০ হাজার পাউন্ড
  • সালমান রুশদি 'মিডনাইটস চিলড্রেন' গ্রন্থের জন্য বুকার অব বুকারস পুরস্কার লাভ করেন পুরস্কার প্রাপ্তির শর্তাবলী- লেখককে অবশ্যই কমনওয়েলথভুক্ত দেশ হতে হবে এবং উপন্যাসটি রচিত হতে হবে ইংরেজি ভাষায়।

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

সাহিত্য পুরস্কার
শান্তি পুরস্কার
জনসংখ্যা পুরস্কার
এর কোনোটিই নয়

পুলিৎজার পুরস্কার

  • পুরস্কারটি প্রদান করে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়।
  •  যুক্তরাষ্ট্রের সাংবাদিক জোসেফ পুলিৎজারের নামানুসারে নামকরণ করা হয়। 
  • প্রদান করা হয়- সাহিত্যে ৬টি, সঙ্গীতে ১টি এবং সাংবাদিকতায় ১৪টি।
  • বর্তমান অর্থমূল্য ১৫ হাজার ডলার ও স্বর্ণপদক।
  • পুলিৎজার পুরস্কার প্রদান শুরু হয় ১৯১৭ সাল থেকে।
  • মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে সাহিত্যে অবদানের জন্য প্রদান করা হয়- পুলিজার পুরস্কার।

 

Content added By

উল্লেখযোগ্য পুরস্কার

মাদার অব হিউম্যানিটি - Mother of humanity

Please, contribute by adding content to মাদার অব হিউম্যানিটি - Mother of humanity.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

ইন্দিরা গান্ধী
অং সান সুচি
শেখ হাসিনা
মাদার তেরেসাঁ
মাদার তেরেসা
শ্রীমাভো বন্দরনায়েক
শেখ হাসিনা
ইন্দিরা গান্ধী

কান চলচ্চিত্র উৎসব

  • কান চলচ্চিত্র উৎসব প্রবর্তন করা হয়- ফ্রান্স থেকে । 
  • ফ্রান্সের একটি শহরের নাম- কান
  • কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল নাম- Festival De Cannes. 
  • ২০২২ সালে মূখ্য পুরস্কার জিতেছে- স্বর্ণপাম
Content added By

শাখারভ পুরস্কার

  •  পুরস্কারটির পুরো নাম- The Sakharov Prize for Freedom of Thought 
  • প্রবর্তিত হয়- ১৯৮৮ সালে।
  • প্রবর্তক- European Parliament
  •  পুরস্কারটি প্রবর্তন করা হয়- বিখ্যাত পরমাণু বিজ্ঞানী আন্দ্রে শাখারভের সম্মানার্থে।
  •  মানবাধিকার ও মুক্ত চিন্তার মৌলিক বিকাশে অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।
Content added By

চ্যাম্পিয়নস অব দ্য আর্থ

  • পুরস্কারটির প্রবর্তক- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP).
  •  পুরস্কারটির প্রবর্তন করা হয়- ২০০৪ সাল থেকে।
  • প্রথম বাংলাদেশি হিসেবে পুরস্কারটি লাভ করেন- ড. আতিক রহমান (২০০৮ সালে)।
  •  দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পুরস্কারটি লাভ করেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা (২০১৫ সালে)।

 

Content added By

সার্ক সাহিত্য পুরস্কার

  •  পুরস্কারটি প্রবর্তন করা হয়- ২০০১ সাল থেকে।
  • পুরস্কারটির প্রবর্তক- ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার।
  • প্রথম সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন- কবি শামসুর রাহমান (বাংলাদেশ)
  • পুরস্কার প্রাপ্ত আরো কয়েকজনঃ মহাশ্বেতা দেবী, জয়ন্ত মহাপাত্র, অভি সুবেদী, মার্ক টালি, সীতাকান্ত মাহাপাত্র, উদয় প্রকাশ, সুমন পোখরেল এবং অভয়। 
  • নেপালী কবি, গীতিকার এবং অনুবাদক সুমন পোখরেল একমাত্র লেখক হিসেবে সার্ক সাহিত্য পুরস্কার দুইবার পেয়েছেন। 
  • ২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমির সভাপতি আনিসুজ্জামান। 
  • ২০২৩ সালে সার্ক সাহিত্য পুরস্কার পান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। 

 

Content added || updated By

অ্যাবেল পুরস্কার

  •  গণিতের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের নাম- অ্যাবেল পুরস্কার।
  •  পুরস্কারটি প্রবর্তন করা হয়- ২০০৩ সাল থেকে।
  •  পুরস্কারটির প্রবর্তক- নরওয়ের অ্যাকাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটারস ।

 

Content added By

আগা খান পুরস্কার

  • স্থাপত্য শিল্পে অবদান রাখার জন্য পুরস্কারটি প্রদান করা হয়
  • পুরস্কারটি প্রবর্তন করা হয়- ১৯৭৭ সাল থেকে।
  • পুরস্কার প্রদানের দায়িত্ব- আগা খান ডেভেলমেন্ট নেটওয়ার্ক  

 

Content added By
Promotion