ফিলিস্তিন

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
  • রাষ্ট্রীয় নামঃ State of Palestine
  • রাজধানীঃ জেরুজালেম
  • ভাষাঃ আরবি
  • মুদ্রাঃ দিনার

ফিলিস্তিন সমস্যার প্রেক্ষাপট

ভূমধ্যসাগরের পূর্বে ১০,৪২৯ বর্গমাইলব্যাপী ফিলিস্তিন দেশটি ছিল উসমানীয় খেলাফতের অধীন, প্রথম বিশ্বযুদ্ধে যারা ছিল ব্রিটেন-বিরোধী জোটে। তখন যুদ্ধ জয়ে ফিলিস্তিনদের সহযোগিতা পাওয়ার আশায় ১৯১৭ সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর যুদ্ধে জয়ী হলে এই ভূমিতে একটি স্বাধীন রাষ্ট্র হবে বলে আশ্বাস দেন। যা ইতিহাসে "বেলফোর ঘোষণা" হিসেবে পরিচিত। যেহেতু ফিলিস্তিন অঞ্চলে আরবীয়রা ছিল ইহুদিদের তুলনায় কয়েকগুণ বেশি, সেহেতু ঘোষণাটি তাদের অনুকূল বলেই ধরে নেয় স্থানীয় আরবীয়রা।

প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রয়োজনে দূর্লভ বোমা তৈরির উপকরণ কৃত্রিম ফসফরাস তৈরি করতে সক্ষম হন ইহুদি বিজ্ঞানী ড. ওয়াইজম্যান। ফলে আনন্দিত ব্রিটিশ প্রধানমন্ত্রী জানতে চাইলেন কী ধরনের পুরস্কার তিনি চান? উত্তর ছিল- "অর্থ নয়, আমার স্বজাতির জন্য এক টুকরো ভূমি আর তা হবে ফিলিস্তিন ফলে ফিলিস্তিন ভূখণ্ডটি ইহুদিদের হাতে তুলে দেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয় ব্রিটেন। প্রথম বিশ্বযুদ্ধ জয়ের পর ব্রিটেন স্বাধীনতা দেয়ার অঙ্গীকারে ১৯১৮ সাল থেকে ৩০ বছর দেশটিকে নিজেদের অধীন রাখে। মূলত এই সময়টিই ফিলিস্তিনকে আরব-শূন্য (বিশেষত মুসলিম-শূন্য) করার জন্য কাজে লাগায় ইঙ্গ-মার্কিন শক্তি ।

জেনে নিই

  • ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মার্যাদা পায় ২৯ নভেম্বর ২০12 |
  • পি.এল.ও গঠিত হয়- ১৯৬৪ সালে।
  • পি.এল.ও এর বর্তমান প্রধান মাহমুদ আব্বাস।
  • পি.এল.ও এর সদর দপ্তর ফিলিস্তিনের রামাল্লায় (ওরিয়েন্ট হাইজ)।
  • স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয়- আলজেরিয়া। ফিলিস্তিনের সার্বভৌমত্ব নেই।
  • আরব ইসরাইল যুদ্ধ হয় ৪ বার (১৯৪৮, ১৯৫৬, ১৯৬৭, ১৯৭৩)
  • ১৯৬৭ সালে আরব- ইসরাইল যুদ্ধ স্থায়ী ছিল ৬ দিন ।
  • ওয়াফা ফিলিস্তিন রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
  • UNESCO হেবরন শহরকে শান্তির শহর বলে ঘোষণা করে।
  • হেরবন মসজিদে হত্যাকান্ড চালায়- ডা: গোল্ড স্টেইন।
  • 'ক্যাম্প ডেভিড চুক্তির উদ্যোক্তা- মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
  • ‘ক্যাম্প ডেভিড’ যুক্তরাষ্ট্রের মেরীল্যান্ডে অবস্থিত।
  • ইন্তিফাদা আরবি শব্দ এর অর্থ জাগরণ বা প্রতিরোধ বা অভ্যূত্থান ।
  • ফিলিস্তিনিদের নিকট গাজা হস্তান্তর করা হয়- ১৭মে, ১৯৯৮ সালে।
  • ইয়াসির আরাফাতের দলের নাম- ‘আল ফাতাহ'।
  • ফাতাহ দিবস ১ জানুয়ারী, ১৯৬৫ সালে ইয়াসির আরাফাতের নেতৃত্বে ফিলিস্তিন মুক্তি আল ফাতাহ গ্রুপে গঠিত হয়। তাই এর দিনটি ফাতাহ দিবস নামে পরিচিত
  • ওয়াশিংটনের হোয়াইট হাউজে পিএলও -ইসরায়েল স্বায়ত্তশাসন চুক্তি স্বাক্ষরিত হয় ।
  • স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্ব প্রথম স্বীকৃতি দানকারি দেশ আলজেরিয়া ।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

রামাল্লা
নাবলুস
বেথেলহেম
সবগুলো
রামাল্লা
নাবলুস
বেথেলহেম
কোনোটিই নয়
Promotion