ভ্যাটিকান

- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
371
371

রাষ্ট্রীয় নামঃ State of the Vatican City

রাজধানীঃ ভ্যাটিকান সিটি 

ভাষাঃ ইটালিয়ান

মুদ্রাঃ ইউরো

 

মৌলিক তথ্য:

ভ্যাটিকান সিটি মূলত একটি নগররাষ্ট্র । আয়তন ও জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। ভৌগোলিক পরিসরে যেসব রাষ্ট্রের মাঝে অন্য কোন রাষ্ট্রের অংশবিশেষ বা পুরো একটি স্বাধীন রাষ্ট্রের অবস্থান রয়েছে, সেটিকে ছিদ্রায়িত বলে। ছিদ্রায়িত রাষ্ট্র ইতালির অভ্যন্তরের দুইটি দেশ হলো- স্যানম্যারিনো ও ভ্যাটিকান সিটি

 

জেনে নিই 

  • ইতালির অভ্যন্তরের এই রাষ্ট্রটির আয়তন ০.৪৪ বর্গকিলোমিটার (১১০ একর)।
  •  ভ্যাটিকান সিটির সাথে ইতালির সীমান্ত হলো বিশ্বের সংক্ষিপ্ত সীমান্ত ।
  • পোপ এখানকার রাষ্ট্রনেতা। The Holy sity বলা হয় ভ্যাটিকানকে।
  •  এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে।
  • ভাটিকান সিটির পোপের দূতকে বলা হয় Nuncio.
  • "ভ্যাটিকান রেডিও' নামের সরকারি বেতার স্টেশন সারাবিশ্বের পোপের বার্তা ছড়িয়ে দেয়। 
  • ভ্যাটিকান সিটিতে অবস্থিত পোপের বাসভবনের নাম- পাপেল প্যালেস।
  •  স্বাধীন দেশ হলেও দেশটি জাতিসংঘের সহযোগী সদস্য।
  •  ভ্যাটিকান সিটির বিশেষ নিরাপত্তামূলক বাহিনীর নাম- সুইস গার্ড ।

 

Content added By
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion