মৌলিক তথ্য
আব্দুল আজিজ ইবনে সউদ ১৯৩২ সালে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং সৌদি রাজতন্ত্রের সূচনা করেন। আরব উপদ্বীপের সবচেয়ে বড় দেশ এটি। ৭ম শতাব্দীতে মুহাম্মাদ (সঃ) এখানে ইসলামের প্রচার করেন এবং এটি খিলাফতের প্রথম কেন্দ্র। বিংশ শতাব্দীর মাঝামাঝিতে বিশাল তেলের মজুদ আবিষ্কার দেশটিকে অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ করে তুলে। ৭ম শতক থেকে মক্কা ও মদিনা শহরগুলো মুসলিম বিশ্বের জন্য সর্বোচ্চ আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ অঞ্চল ।
জেনে নিই
আইনসভা
সৌদি আরবে কোন আইনসভা নেই। তবে কনসালটেটিভ কাউন্সিল আছে যার নাম- মজলিস আশ-শূরা। এর সদস্যদেরকে বাদশাহ নিয়োগদান করেন।
জাতীয় পতাকা
পতাকার রং সবুজ। 'লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা থাকাতে এই পতাকা কখনও অর্ধনমিত হয় না। এর নিচে একটি তরবারি অঙ্কিত, যার দ্বারা ন্যায়বিচারকে বুঝান হয়েছে।
আরও দেখুন...