স্বাধীন বাংলা বেতার কেন্দ্র

- সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | | NCTB BOOK

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র

পাকিস্তানের সৈন্যদের হাতে সকল রেডিও স্টেশন চলে যায় ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে । চট্টগ্রামের কতিপয় আওয়ামী লীগ নেতা বিরুপ পরিস্থিতি আর্চ করতে পেরে চট্টগ্রামের বেতার কেন্দ্র হতে যন্ত্রপাতি স্থানান্তরিত করে চট্টগ্রামের কালুরঘাট প্রেরণ কেন্দ্রটিকে বেতার কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। প্রথমে এর নামকরন করা হয় "স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র”। ১৯৭১ সালের ২৮শে মার্চ বিপ্লবী শব্দটি বাদ দিয়ে নামকরণ করা হয় “স্বাধীন বাংলা বেতার কেন্দ্র” । হানাদার বাহিনীর বোমা বর্ষণের ফলে বেতার কেন্দ্রটি অচল হয়ে যায়- ১৯৭১ সালের ৩০শে মার্চ । পরবর্তীতে, কলকাতার বালিগঞ্জে বেতার কেন্দ্রটি ২য় পর্যায়ে সম্প্রচার শুরু করে ১৯৭১ সালের ২৫মে। স্বাধীনতার পর ২২ ডিসেম্বর, ১৯৭২ কলকাতা থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।

জেনে নিই

  • বজ্রকণ্ঠ নামে সম্প্রচার হতো বঙ্গবন্ধুর ভাষণ ।
  • স্বাধীনতার ঘোষণাপত্র প্রচার করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে।
  • স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অত্যন্ত জনপ্রিয় দুটি জল্লাদের দরবার ও চরমপত্র ।
  • স্থানীয় ঢাকাইয়া ভাষায় 'চরমপত্র' পাঠ করেন এম আর আখতার মুকুল।
  • কেল্লা ফতেহ খান হলো ইয়াহিয়া খানের পাশবিক চরিত্র।
  • মুজিবনগর থেকে প্রকাশিত পত্রিকা সাপ্তাহিক জয়বাংলা।
  • আওয়ামী লীগের মুখপাত্র ‘ বাংলার বাণী’ [ সম্পাদক ফজলুল হক মণি]
  • প্রথম নারী শিল্পী নমিতা ঘোষ।
  • প্রথম কথিকা পাঠকারী বেলাল মোহাম্মদ।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

মেহেরপুর , কুষ্টিয়া
কালুরঘাট, চট্রগ্রাম
মুজিবনগর, কুষ্টিয়া
নাটোর, রাজশাহী
মেহেরপুর, কুষ্টিয়া
কালুরঘাট, চট্রগ্রাম
নাটোর, রাজশাহী
মুজিবনগর , কুষ্টিয়া
সুনীল গঙ্গোপাধ্যায়
এম আর আখতার মুকুল
আব্দুল হান্নান
আব্দুল গাফফার চৌধুরী
Promotion