SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Job

খাদ্য অধিদপ্তর || বিভিন্ন পদ (05-07-2019) || 2019

All Question

তারিখ ২৮.০৬.২০১৯

বরাবর
মহাপরিচালক
খাদ্য অধিদপ্তর
খাদ্য মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১৩০৫

বিষয়ঃ মতিঝিলের রেস্তোরাঁগুলোতে নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ হচ্ছেনা, এ বিষয়ে যথাযথ ।

জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক জানানো যাচ্ছে যে, মতিঝিলের বাণিজ্যিক এথাকা ঢাকা শহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ान যেখানে হাজার হাজার চাকুরীজীবী তাদের দুপুরের খাবার বিভিন্ন রেস্তোরাঁগুলোতে খেয়ে থাকেন। কিন্তু মতিঝিলের আশে পাশে যে রেস্তোরাঁগুলো রয়েছে সেই রেস্তোরাঁগুলো অত্যন্ত অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে তারা খাবার পরিবেশন করে থাকে। এই খাদ্য খেয়ে মতিঝিলে বিভিন্ন অফিসে চাকুরীরত মানুষগুলো হর-হামেশাই অসুস্থ হয়ে পড়ছে। রেস্তোরাঁর মালিকদেরকে এই সম্পর্কে বারবার বলা হলেও তারা কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করে নি।

অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে, এই এলাকাতে যে রেস্তোরাঁগুলো রয়েছে সেগুলোতে নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহের ব্যবস্থা ও রেস্তোরাঁগুলোর পরিবেশ উন্নতকরণে মহোদয়ের মর্জি হয়।

বিনীত নিবেদক
মোঃ আব্দুল হালিম
সিনিয়র অফিসার সোনালী ব্যাংক লিমিটেড
মতিঝিল শাখা, ঢাকা।

11 months ago

Because psticise are are toxix. They are also potentially hazardous to human, animal, other organism and the environment. Therefore, people who use pesticides or regularly come in contact with them must understand the relative toxicity, potential health effects, and preventative measures to reduce exposure to the products they use.

= যেহেতু কীটনাশক বিষাক্ত তাই এগুলো মানবদেহ, প্রাণী, অন্যান্য অণুজীবসহ সর্বোপরি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কাজেই যারা এই কীটনাশক ব্যবহার করেন বা নিয়মিত এর সংস্পর্শে থাকেন তাদের আপেক্ষিক বিষাক্ততা ও সম্ভাব্য স্বাস্থ্যহানী সম্পর্কে ধারণা থাকা উচিত এবং তারা যে ধরনের দ্রব্য ব্যবহার করেন তার ক্ষতিকর প্রভাবের প্রতিরোধ সম্পর্কে ধারণা থাকা উচিত ।

11 months ago

Health Hazards of Food Adulteration

Food adulteration refers to the process by which the quality or the nature of a food is reduced through addition or adulterants or removal of vital substance. It refers to the forcing and usually inferior chemical substance present in food that causes harm or is unwanted in the food. Basically during food adulteration, small quantity of non-nutritious substances are added intentionally to improve the appearance, texture or storage properties of the food. 

Health hazards of food adulteration: Some health hazards associated with specific food adulteration includes:

i) Mineral oil if added to edible oil and fats cause cancers.
ii) Lead chromate when added to turmeric powder and spices can cause anemia, paralysis, brain damage and abortions. 
iii) Lead added to water, natural and processed food can lead to lead poisoning, foot drop, insomnia
constipation, anemia and mental retardation. 
iv) Cobalt added to water and liquors and can cause cardiac damage also copper, tin, and zinc can cause colic, vomiting and diarehoea.
v) Mercury in mercury fungicide treated grains or mercury-contaminated fish can cause brain damage, paralysis and death. 
vi) Non-permitted colour or permitted food colour like metal yellow, beyond the safe limit in coloured food can cause allergies, liver damage, infertility, anemia, cancer and birth defects.

11 months ago

আম বেশ মজার একটি ফল। এখন বাজারে প্রচুর পরিমাণে এটা পাওয়া যাচ্ছে। অনেকে আছেন যারা আম খুব পছন্দ করলেও এর উপকারী দিকগুলো জানেন না ।

= Mango is a tasty fruit. Now mango abounds in market. Though many people like mango bu do not know about the advantageous side of it.

11 months ago

শুধু ইংরেজীতে পাশ করে = (৮০ – ৭৫)% = ৫%

শুধু গণিতে পাশ করে = (৮৫ – ৭৫)% = ১০%

∴ উভয় বিষয়ে ফেল করে =(++)%=()%=%]

উভয় বিষয়ে ১০ জন ফেল করে মোট শিক্ষার্থী = ১০০ জন

∴ উভয় বিষয়ে ৫০ জন ফেল করে মোট শিক্ষার্থী =  × = জন

11 months ago

ধরি, নিঃসরণের অজ্ঞাত গ্যাস ও ক্লোরিনের হার যথাক্রমে r1 : r2 = 6 : 5  r1r2=65

দেয়া আছে, ক্লোরিনের ঘনত্ব, d2 = 36

ধরি, অজ্ঞাত গ্যাসের ঘনত্ব = x

আমরা জানি, r1r2 = d1d2 56 = 36x [বর্গ করে]

∴ x = 25.

11 months ago
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.