SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Job

পিএসসি'র লিখিত পরীক্ষা ।। সহকারি পরিচালক (টেকনিক্যাল) ও ওয়ার্কশপ সুপারিটেনডেন্ট(আইএমটি)-৯ম গ্রেড (06-02-2023) || 2023

All Question

বাংলায় অনুবাদ: সময়ানুবর্তিতাকে গড়ে তুলতে হবে এবং অভ্যাসে পরিণত করতে হবে। এই গুণটি আমাদের বাল্যকাল থেকে আমাদের সমস্ত কাজের মাধ্যমে অর্জন করতে হবে। শৈশব হল বীজ বপনের সময়। এই সময়ে গঠিত অভ্যাস আমাদের মাত্রা জীবন চলতে থাকবে। সঠিক সময়ে সবকিছু আমাদের মূলমন্ত্র হওয়া উচিত।

1 year ago

চলিত ভাষার পাঁচটি বৈশিষ্ট্য:

১. চলিত রীতি পরিবর্তনশীল। কালের পরিক্রমায় ইহা পরিবর্তিত হয়। 
২. এটি লৈখিক ও মৌখিক উভয় রূপ আছে।

৩. এটি তরুণ শব্দ বহুল

৪. এটি সংক্ষিপ্ত ও সহজবোধ্য

৫. চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপথ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমন ঘটে। 
৬. এই ভাষা নাটকের সংলাপ বক্তৃতা এবং আলাপ-আলোচনার উপযোগী।

1 year ago

কর্মচারীদের জন্য অর্থব্যয় করা): আপনার টাকা শ্বেতী পুষতেই শেষ হয়ে গেল, অন্য কাজ হবে কি করে? 

1 year ago

(একই দলের): সবুরকে চিন না, স্বার্থের কারণে আজ সে এ রকম করছে, কাজ ফুরালে ঝাঁকের কই ঝাঁকেই ফিরে যাবে।

1 year ago