Job

গণযোগাযোগ অধিদপ্তর || অফিস সহায়ক (27-05-2023) || 2023

All Question

বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও বাঙালি জাতিসত্তা বিকাশের পুরােধা ব্যক্তিত্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।  তিনি আমাদের জাতির পিতা ।  তিনি  ১৯২০ সালের ১৭ মার্চ বর্তমান গােপালগঞ্জ  জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ।  ১৯৪২ সালে তিনি কোলকাতায় ইসলামিয়া কলেজে  ভর্তি হন এবং শেখ মুজিবুর রহমান কলকাতা থেকে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন।  ১৯৭৫ সালের ১৫ আগস্ট  সপরিবারে নিহত হন  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

10 months ago

সঞ্চয় অর্থ সংগ্রহ, চয়ন, পুজিঁ, সঞ্চিত দ্রব্য। অন্যদিকে নয়ছয় অর্থ তছনছ, বিশৃঙ্খলা, অপব্যয়, আর্থিক অনিয়ম,অপচয়। 

10 months ago

► মাত্রাহীন - ১০ টি।

স্বরবর্ণ ৪টি ( এ,ঐ,ও,ঔ)। ব্যঞ্জনবর্গ ৬টি (ঙ,ঞ,ৎ,ং,ঃ)

► অর্ধমাত্রা - ৮টি। স্বরবর্ণ ১টি (ঋ) । ব্যঞ্জনবর্গ ৭টি ( খ,গ,ণ,থ,ধ,প,শ)।

► বাংলা বর্ণমালা মোট ৫০ টি। তার মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯।

► পূর্ণ মাত্রা - ৩২ টি। স্বরবর্ণ ৬টি ব্যঞ্জনবর্গ ২৬টি।

► বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি - ৬টি।

► কোন বর্ণগুলোতে মাত্রা হবে না -।এ এবং ঐ।

► বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ অঘোষ।

► বর্গের তৃতীয়,চতুর্থ, এবং পঞ্চম বর্ণ ঘোষ।

► বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ অল্পপ্রাণ।

► বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ মহাপ্রাণ।

10 months ago

'নতুন ধান্যে হবে নবান্ন' - - এই বাক্যের 'ধান্যে' পদে করণ কারকে ৭মী বিভক্তি প্রযুক্ত হয়েছে।

9 months ago

আঠারো মাসে বছর বাগধারাটির অর্থ  = দীর্ঘসূত্রিতা   ।

প্রায় সব কাজেই রফিক সাহেবের আঠারো মাসে বছর হয়। 

 

9 months ago