১. যে সব জৈব যৌগ অসম্পৃক্ততা বা বন্ধন রয়েছে: এরা জারক দ্বারা সহজেই জারিত হয়। অ্যালকিন (ইথিলিন)
(i) লঘু জারক যেমন নিরপেক্ষ জলীয়
KMnO4 বা ক্ষারীয় গ্লাইকল
(ii) শক্তিশালী জারক যেমন ক্ষারীয় KMnO4 এর উত্তপ্ত গাঢ় দ্রবণ বা H2SO4 মিশ্রিত দ্রবণ দ্বারা অ্যালকিন জারিত হয়ে কিটোন ও কার্বক্সিলিক এসিড উৎপন্ন করে।
২. অ্যালকিন সমূহ (ইথিলিন) ওজোনের সাথে বিক্রিয়া করে। এই বিক্রিয়ায় প্রথমে যুত যৌগ ওজোনাইড গঠন ও পরে আর্দ্র-বিশ্লেষিত হয়ে ওজোনাইড এর বিয়োজন, ও দু'স্তর বিশিষ্ট বিক্রিনাকে ওজোনলাইসিস বলে।