অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা - ঈশ্বর | NCTB BOOK

শূন্যস্থান পূরণ কর:

ক) অনাদিকালকে অন্যকথায় বলা হয় ___।

খ) পরমেশ্বরকে আমরা যদি মেনে চলি তবে ___ সুখে থাকব।

গ) অনাদি ও অনন্ত ঈশ্বরের গুণাবলি ___।

ঘ) প্রতিদিন পবিত্র বাইবেল থেকে কিছু অংশ ভক্তিসহকারে ও ___ পাঠ করা।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর:

ক) আমি তো শেষদিন তাকেক) যীশুর মধ্য দিয়ে দান করেন শাশ্বত জীবন।
খ) পাপ আনে মৃত্যু কিন্তু পরমেশ্বরখ) শাশ্বত ঈশ্বর সম্পর্কে জানতে পারি।
গ) প্রবক্তা ইসাইয়ার মধ্য দিয়েগ) তোমাদের অন্তরে বাস করেন।
ঘ) তোমরা নিশ্চয়ই জান যেঘ) পুনরুত্থিত করবই ।
 ঙ) তোমরা স্বয়ং ঈশ্বরের মন্দির।

 

সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

ক) অনাদি অনন্ত ঈশ্বরের গুণাবলি কীভাবে জানতে পারি? 

খ) শাশ্বত জীবন কী ? 

গ) ‘আমি আছি’ একথার মাধ্যমে ঈশ্বর কী বলতে চান? 

ঘ) ঈশ্বরের উপস্থিতির বিষয়ে সবচেয়ে সুন্দরভাবে কার মাধ্যমে জানতে পারি?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

ক) ঈশ্বরের সান্নিধ্যে থাকার পাঁচটি উপায় লেখ । 

খ) ঈশ্বর অনাদি অনন্ত-একথার অর্থ বুঝিয়ে লেখ ।

Content added By
পরমেশ্বরকে মানতে হবে
স্বর্গদূতদের মানতে হবে
দিয়াবলকে মানতে হবে
ধার্মিকদের মানতে হবে
তীক্ষ্ম ও ধারালো
সপ্রাণ ও সক্রিয়
শক্ত ও কঠিন
তীক্ষ্ম ও সক্রিয়

আরও দেখুন...

Promotion

Promotion