ক) নেলসন ম্যান্ডেলা ___ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন ৷
খ) ঝোসা ভাষায় ম্যান্ডেলার নাম ছিল ___ ।
গ) ম্যান্ডেলা ___ বছর জেলে ছিলেন ।
ঘ) ম্যান্ডেলার আপ্রাণ প্রচেষ্টায় ___ খ্রিষ্টাব্দে আফ্রিকান সরকার সংবিধানের বৈষম্য বাতিল করেন।
ঙ)“সর্বত্রই আমি নির্দিষ্ট সময়ের চেয়ে ___ মিনিট পূর্বে উপস্থিত থেকেছি।”
ক) ঝোসা ছিল | ক) অধ্যয়ন শেষ করেন। |
খ) রোলিলালার আক্ষরিক অর্থ হচ্ছে | খ) তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। |
গ) নেলসন ম্যান্ডেলা মেথোডিস্ট হাইস্কুলে | গ) মুক্তি দেওয়া হয়। |
ঘ) নেলসনের বয়স যখন নয় বছর | ঘ) গাছের ডাল টেনে নিচে নামানো। |
ঙ) ১৯৬৪ খ্রিষ্টাব্দের জুন মাসে | ঙ) একটি আফ্রিকান ভাষা ৷ |
চ) তখন তাঁর বাবা মারা যান ৷ |
ক) নেলসন কোন শহরে জন্মগ্রহণ করেন?
খ) ত্বকচ্ছেদ কিসের বহিঃপ্রকাশ ?
গ) নেলসন ম্যান্ডেলা কতো বছর কারাভোগ করেন?
ঘ) ম্যান্ডেলা কতো খ্রিষ্টাব্দে নোবেল শান্তি পুরস্কার পান?
ক) নেলসন ম্যান্ডেলার বাল্যজীবন সম্পর্কে লেখ ।
খ) প্রথম নিগ্রো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নেলসন ম্যান্ডেলার প্রধান লক্ষ্য কী ছিল ?
আরও দেখুন...