১। ঈশ্বরের কোনো ___ নেই ৷
২। ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী প্রভৃতি দেব-দেবী একই ___ বিভিন্ন রূপ।
৩। ব্ৰহ্মা ___ করেন।'
81 ___ পালনকর্তা।
৫। বামন ___ অবতারের অন্যতম ।
৬। পরশু হাতে থাকায় ভৃগুরামের নাম হলো ___।
১। ঈশ্বরের সাকার রূপ ২। দেব-দেবীদের সন্তুষ্ট করার জন্য ৩। অবতাররূপে ঈশ্বর ৪। যিনি ব্রহ্ম, তিনিই ৫। উপাসনা করলে দেব-দেবী | দুষ্টের দমন করেন। দেব-দেবী। সন্তুষ্ট হন। পূজা করা হয়। ইন্দ্ৰ ঈশ্বর। |
১। ব্রহ্ম কাকে বলে ?
২। ঈশ্বর যখন কোনো রূপ ধারণ করেন তখন তাঁকে কী বলে?
৩। ব্রহ্মা কিসের দেবতা?
৪। অবতাররূপে পৃথিবীতে আসার পর ঈশ্বরের প্রধান কাজ কী?
৫। রাম কেন বনে গমন করেছিলেন?
১। ব্রহ্ম ও ঈশ্বর বলতে কী বোঝানো হয়েছে?
২। ঈশ্বর ও দেব-দেবীর সম্পর্ক ব্যাখ্যা কর।
৩। অবতার বলতে কী বোঝায়? সংক্ষেপে লেখ ৷
৪। পরশুরাম অবতারের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
৫। শ্রীমদ্ভগবদ্গীতার অবতার সম্পর্কিত শ্লোকটি সরলার্থসহ লেখ।
আরও দেখুন...