বইপত্রের বাইরেও আমাদের চারপাশে অনেক রকম লেখা দেখা যায়। দোকানের সামনে, রাস্তার পাশের দেয়ালে, মিছিল বা শোভাযাত্রায়, আমন্ত্রণপত্রে, পত্রিকার পাতায়, এমনকি বিভিন্ন ধরনের যন্ত্রে এসব লেখা তোমরা দেখে থাকবে। এমন কিছু নমুনা নিচে দেওয়া আছে। প্রতিটি নমুনা ভালো করে দেখো, তারপর ছবির নিচে দেওয়া ফাঁকা ঘরগুলো পূরণ করো।
উপরের লেখাটি কী নামে পরিচিত? _______________________
লেখাটি পড়ে কী বুঝলা?__________________
এর ব্যবহার কী?_____________________
উপরের লেখাটি কী নামে পরিচিত?_________________
লেখাটি পড়ে কী বুঝলা?_____________________
এর ব্যবহার কী?_________________________
উপরের লেখাটি কী নামে পরিচিত? ______________________
লেখাটি পড়ে কী বুঝলা?______________________
এর ব্যবহার কী?__________________________
উপরের লেখাটি কী নামে পরিচিত? __________________
লেখাটি পড়ে কী বুঝলা?______________________
এর ব্যবহার কী?___________________________
খবরের কাগজের মধ্যে টুথপেস্টের ছবিযুক্ত লেখাটি কী নামে পরিচিত?______________
লেখাটি পড়ে কী বুঝলাম ?_______________________
এর ব্যবহার কী?________________________
উপরের টেলিভিশনের নিচের দিকের লেখাটি কী নামে পরিচিত?_________________________
লেখাটি পড়ে কী বুঝলাম?___________________________________
এর ব্যবহার কী?_______________________________
সাইনবোর্ড: কোনো প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন বা দোকানপাটের নাম-পরিচয় তুলে ধরা হয় যেখানে, তাকে সাইনবোর্ড বলে। সাইনবোর্ডে অনেক সময়ে প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগের ঠিকানা দেওয়া থাকে।
পোস্টার: বড়ো আকারের কাগজে কোনো কথা বা ছবি লেখা হলে বা ছাপানো হলে তাকে পোস্টার বলে। সবার নজরে পড়ার জন্য পোস্টারের লেখা ও ছবির আকার বড়ো হয়। নির্বাচনের সময়ে এটা বেশি দেখা যায়।
ব্যানার: সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ে লেখা কোনো বক্তব্য বা তথ্যকে ব্যানার বলে। ব্যানার সাধারণত শোভাযাত্রার সামনে থাকে। কখনো কখনো টাঙিয়েও রাখা হয়।
আমন্ত্রণপত্রঃ কোনো অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানিয়ে লেখা চিঠিকে আমন্ত্রণপত্র বলে। আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের বিবরণ, স্থান, তারিখ, সময়সূচি ইত্যাদির উল্লেখ থাকে।
বিজ্ঞাপন: পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে পত্রিকায় বা অন্য কোনো মাধ্যমে যে প্রচার চালানো হয়, তাকে বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপন লিখে বা ছেপে প্রকাশ করা যায়, আবার অডিও-ভিডিও মাধ্যমেও শোনা বা দেখার সুযোগ থাকে।
স্ক্রলঃ সাধারণত টেলিভিশনে অনুষ্ঠান বা সংবাদ প্রচারের সময়ে স্ক্রিনের নিচের দিকে সরু লাইনে কিছু কথা ডান থেকে বাম দিকে সরতে দেখা যায়, এগুলোকে স্কুল বলে। স্কুলের মাধ্যমে তাৎক্ষণিক ও জরুরি তথ্য জানা যায়।
নিজেরা করি
মনে করো, 'সততা স্টোর' নামে তোমরা একটি দোকান খুলতে যাচ্ছ। এই দোকান থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যায্য মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে। বিষয়টি মাথায় রেখে কয়েকটি দলে ভাগ হয়ে নিচের কাজগুলো করো।
১. দোকানের সামনে টানানোর জন্য একটা সাইনবোর্ড তৈরি করো।
২. দোকানের প্রচারের জন্য একাধিক পোস্টার বানাও।
৩. তোমাদের উদ্দেশ্যের কথা জানিয়ে শোভাযাত্রায় ব্যবহার করার জন্য একটি ব্যানার তৈরি করো।
৪. দোকানের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণপত্র লেখো।
৫. দোকানের উদ্দেশ্য ও উদ্বোধনী অনুষ্ঠানের তথ্য জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করো।
৬. দোকান উদ্বোধনের খবর টেলিভিশনে প্রচারের জন্য একটি স্কুল-বাক্য রচনা করো।
Read more