বল

একাদশ- দ্বাদশ শ্রেণি - পদার্থবিদ্যা - পদার্থবিজ্ঞান – ১ম পত্র | | NCTB BOOK
2

বলের সংজ্ঞা : যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়াবলের সংজ্ঞা দিয়া স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে| 

 

বলের বৈশিষ্ট্য

সাধারণ অভিজ্ঞতার আলোকে বলের নিম্নোক্ত চারটি বৈশিষ্ট্য উল্লেখ করা যায়।

১. বলের দিক আছে।

যেহেতু টানা বা ঠেলার মান ও দিক উভয়ই আছে, তাই বল একটি ভেক্টর রাশি। বলের দিক টানা বা ঠেলার দিকে।

২. বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। 

যদি A বস্তু B বস্তুর ওপর একটি বল প্রয়োগ করে, তাহলে B বস্তুও A বস্তুর ওপর একটি বল প্রয়োগ করে।

যখন কোনো ক্রিকেট ব্যাট দিয়ে ক্রিকেট বলকে আঘাত করা হয়, তখন ব্যাটটি ক্রিকেট বলের ওপর একটি বল প্রয়োগ করে। ক্রিকেট বলটিও কিন্তু ব্যাটের ওপর একটি বল প্রয়োগ করে।

৩. কোনো বল একটি বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে।

যখন তুমি ফুটবলকে কিক্ কর, তখন তোমার পা ফুটবলটির সংস্পর্শে থাকা অবস্থায় তার উপর বল প্রয়োগ করে তার বেগের পরিবর্তন ঘটায়।

৪. বল কোনো বস্তুকে বিকৃত করতে পারে।

আমরা যখন কোনো রাবারের টুকরা বা স্প্রিং-এর দুই প্রান্ত ধরে টান দেই অর্থাৎ বল প্রয়োগ করি, তখন তা বিকৃত হয় ।

৪.২। মৌলিক বল

Fundamental Force

বিংশ শতাব্দীর পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অন্তর্জান বা উপলব্ধি হচ্ছে যে ইতোপূর্বে আমরা যে সকল বলের উল্লেখ করেছি। এবং আরো অনুল্লেখিত যে অসংখ্য বল রয়েছে সেগুলো কোনোটিই কিন্তু স্বাধীন বা মৌলিক নয়। এগুলোর উদ্ভব প্রকৃতির চারটি মৌলিক বল এবং তাদের মধ্যকার ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়া বা অন্তক্রিয়া (Interaction) থেকে। 

যে সকল বল মূল বা স্বাধীন অর্থাৎ যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের কোনো রূপ নয় বরং অন্যান্য বল এই সকল বলের কোনো না কোনো রূপের প্রকাশ তাদেরকে মৌলিক বল বলে।

এ মৌলিক বলগুলো হলো :

১. মহাকর্ষ বল (Gravitational force),

২. তাড়িতচৌম্বক বল (Electromagnetic force), 

৩. সবল নিউক্লিয় বল (Strong Nuclear force) এবং

৪. দুর্বল নিউক্লিয় বল (Weak Nuclear force)

 

১. মহাকর্ষ বল : 

ভরের কারণে মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। কোনো বস্তুর ওজন হচ্ছে মহাকর্ষ বলের ফলশ্রুতি। যদিও স্থল বস্তুগুলোর মধ্যকার মহাকর্ষ বল খুবই তাৎপর্যপূর্ণ হতে পারে, কিন্তু চারটি মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল হচ্ছে দুর্বলতম বল । অবশ্য এ কথাটি প্রযোজ্য হয় মৌলিক কণাগুলোর পারস্পরিক বল বিবেচনা করে তাদের আপেক্ষিক সবলতার বিচারে। যেমন, কোনো হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের মধ্যকার মহাকর্ষ বল হচ্ছে 3.6 x 10-17 N; অপরপক্ষে এই কণা দুটির মধ্যকার স্থির তড়িৎ বল হচ্ছে 8.2 x 10-8 N। এখানে আমরা দেখি যে, স্থির তড়িৎ বলের তুলনায় মহাকর্ষ বল তাৎপর্যপূর্ণ নয় ।

মহাকর্ষ একটি সার্বজনীন বল। এ মহাবিশ্বের প্রত্যেক বন্ধুই অন্য বস্তুর কারণে এ বল অনুভব করে। এ বলের পাল্লা হচ্ছে অসীম। ভূ-পৃষ্ঠের সকল বস্তুই পৃথিবীর কারণে এ বল অনুভব করে। মহাকর্ষ বল সুনির্দিষ্টভাবে পৃথিবীর চারদিকে চাঁদের বা বিভিন্ন কৃত্রিম উপগ্রহের ঘূর্ণন, সূর্যের চারদিকে পৃথিবীর বা বিভিন্ন গ্রহের গতিকে নিয়ন্ত্রণ করে থাকে। নক্ষত্র, গ্যালাক্সি বা নক্ষত্রপুঞ্জ গঠনেও মহাকর্ষ বল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞানীরা ধারণা করেন যে বস্তুদ্বয়ের মধ্যে গ্রাভিটন নামে এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা এই বল ক্রিয়াশীল হয়। অবশ্য অভিটনের অস্তিত্বের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

২. তাড়িতচৌম্বক বল : 

দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের ওপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তাড়িতচৌম্বক বল বলে। তড়িৎ বল এবং চৌম্বক বল ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। যখন দুটি আহিত কণা স্থির থাকে তখন তাদের ওপর কেবল তড়িৎ বল ক্রিয়া করে। যখন আহিত কণাগুলো গতিশীল থাকে তখনকার একটি অতিরিক্ত তড়িৎ বল হচ্ছে চৌম্বক বল।

সাধারণভাবে তড়িৎ প্রভাব ও চৌম্বক প্রভাব অবিচ্ছেদ্য সে কারণে বলটিকে তাড়িতচৌম্বক বল নামে অভিহিত করা হয়। মহাকর্ষ বলের ন্যায় তাড়িতচৌম্বক বলের পাল্লাও অসীম পর্যন্ত বিস্তৃত এবং এ বলের ক্রিয়ার জন্য কোনো মাধ্যমেরও প্রয়োজন হয় না। তাড়িতচৌম্বক বল মহাকর্ষ বলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। উদাহরণস্বরূপ দুটি প্রোটনের মধ্যকার তাড়িতচৌম্বক বল এদের মধ্যকার মহাকর্ষ বলের চেয়ে 1036 গুণ বেশি।

আমরা জানি পদার্থ ইলেকট্রন, প্রোটন নামক আহিত কণা দিয়ে গঠিত। যেহেতু তাড়িতচৌম্বক বল মহাকর্ষ বলের চেয়ে অনেক বেশি শক্তিশালী তাই পারমাণবিক ও আণবিক ক্ষেত্রের সকল ঘটনা এই বল দ্বারাই নিয়ন্ত্রিত হয়। অবশ্য অন্য দুটি বল কেবলমাত্র নিউক্লিয় ক্ষেত্রে প্রযোজ্য। তাই বলা যায়, অণুপরমাণুর গঠন, রাসায়নিক বিক্রিয়া, পদার্থের তাপীয় ও অন্যান্য ধর্ম তাড়িতচৌম্বক বলের ফল। লক্ষণীয় যে, আমাদের এই স্থল জগতের যাবতীয় বলসমূহ (মহাকর্ষ বল ব্যতীত) তড়িৎ বলের বহিঃপ্রকাশ। ঘর্ষণ বল, স্পর্শ বল, স্প্রিং বা অন্যান্য বিকৃত বস্তুর মধ্যকার বল আহিত কণাগুলোর তড়িৎ বলেরই ফলশ্রুতি। ফোটন নামক এর প্রকার ভরহীন ও আধানহীন কণার পারস্পরিক বিনিময়ের ফলে এই বল কার্যকর হয়। মহাকর্ষ বল সর্বদা আকর্ষণধর্মী । পক্ষান্তরে তাড়িতচৌম্বক বল আকর্ষণ বিকর্ষণ উভয়ধর্মী হতে পারে। আবার কোনো বস্তুর ভর কেবলমাত্র ধনাত্মক হতে পারে কিন্তু আধান ধনাত্মক বা ঋণাত্মক উভয় হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে পদার্থ তড়িৎ নিরপেক্ষ অর্থাৎ ব্যাপকভাবে তড়িৎ বল শূন্য জার সকল জাগতিক ঘটনা মহাকর্ষ বল দ্বারাই নিয়ন্ত্রিত হয় ।

৩. সবল নিউক্লিয় বল : 

পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয় উপাদানসমূহকে একত্রে আবদ্ধ রাখে যে শক্তিশালী বল তাকে সবল নিউক্লিয় বল বলে। 

সবল নিউক্লিয় বল প্রোটন ও নিউট্রনকে নিউক্লিয়াসে আবদ্ধ রাখে। এটা স্পষ্ট যে, কোনো ধরনের আকর্ষণীয় বল না থাকলে প্রোটনসমূহের মধ্যকার বিকর্ষণী বলের কারণে নিউক্লিয়াস অস্থিতিশীল হয়ে যেতো। এ আকর্ষণী বল মহাকর্ষীয় বল হতে পারে না কারণ তড়িত বলের তুলনায় মহাকর্ষীয় বল অতি অকিঞ্চিতকর। সুতরাং নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্যে একটি নতুন বলের প্রয়োজন হয় আর সেই বলই হচ্ছে সবল নিউক্লিয় বল যা সকল মৌলিক বলগুলোর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী। তাড়িতচৌম্বক বল থেকে এটি প্রায় 100 গুণ বেশি শক্তিশালী। এটি আধান নিরপেক্ষ এবং এটি সমানভাবে প্রোটন- প্রোটন, নিউট্রন-নিউট্রন এবং প্রোটন-নিউট্রনের মধ্যে বোসন কণার পারস্পরিক বিনিময়ে কার্যকর হয়। পরবর্তীতে দেখা যায় প্রোটন ও নিউট্রন উভয়ই কোয়ার্ক নামক আরো মৌলিক কণিকা দিয়ে গঠিত আর কোয়া কণিকাগুলো প্রান নামে এক ধরনের আঠালো কণার পারস্পরিক বিনিময়ের ফলে উৎপন্ন তীব্র বলের প্রভাবে একত্রিত থাকে। এর পারা অত্যন্ত কম, প্রায় নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমতুল্য অর্থাৎ প্রায় 10-15 m এ বল নিউক্লিয়াসের স্থায়িত্বের নিয়ামক। উল্লেখ্য যে, ইলেকট্রনের মধ্যে এ ধরনের কোনো বল নেই।

৪.দুর্বল নিউক্লিয় বল : 

যে স্বল্প পাল্লার ও স্বল্পমানের বল নিউক্লিয়াসের মধ্যে মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে অনেক নিউক্লিয়াসে অস্থিতিশীলতার উদ্ভব ঘটায় তাকে দুর্বল নিউক্লিয় বল বলে।

 দুর্বল নিউক্লিয় বলের উদ্ভব হয় যখন কোনো নিউক্লিয়াস থেকে রশ্মির নির্গমন ঘটে। β রশ্মির নির্গমনের সময় নিউক্লিয়াস থেকে একটি ইলেকট্রন এবং একটি অনাহিত কণা নিউট্রিনো (neutrino) নির্গত হয়। দুর্বল নিউক্লিয় বল মহাকর্ষ বলের ন্যায় অত দুর্বল নয় তবে সবল নিউক্লিয় বল ও তাড়িতচৌম্বক বলের চেয়ে অনেকটাই দুর্বল। এ বলের পাল্লা খুবই কম প্রায় 10-16m থেকে 10-18 m বিজ্ঞানীরা ধারণা করেন গেজ বোসন কণার পারস্পরিক বিনিয়োগের ফলে এই বল কার্যকর হয়।

সকল মৌলিক বলের জন্য বাহক কণিকা প্রয়োজন। তাড়িতচৌম্বক বলের জন্য এরকম বাহক কণিকা হচ্ছে ফোটন। এর অস্তিত্ব আমরা গত শতকের গোড়াতেই জানতে পেরেছি। সবল নিউক্লিয় বলের জন্য বাহক কণিকা হচ্ছে গুঅন (gluon)। মহাকর্ষ বলের জন্যও একটি বাহক কণিকা গ্রাভিটনের (graviton) প্রস্তাব করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত এর অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর দুর্বল নিউক্লিয় বলের জন্য বাহক কণিকাগুলো হচ্ছে W+, W এবং Z বোসন যা গেজ বোসন (gauge boson) নামেও পরিচিত।

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

কুরি বিন্দু
সঙ্কট তাপমাত্রা
পরম তাপমাত্রা
নিঝুম তাপমাত্রা
প্রতিসরাঙ্ক অধিক ও সংকট কোণ কম
প্রতিসরাঙ্ক কম ও সংকট কোণ বেশি
প্রতিসরাঙ্ক ও সংকট কোণ সমান
প্রতিসরাঙ্ক বেশী ও সংকট কোণ কম
অ্যামিটার
ভোল্টামিটার
গ্যালভানোমিটার
তড়িৎ প্রবাহ মিটার
বিজ্ঞানী ব্রাডলী
বিজ্ঞানী জে. গ্যাভিওলা
বিজ্ঞানী ওলাফ বোমার
বিজ্ঞানী কারসপ
ম্যাক্স প্লাঙ্ক
বিজ্ঞানী হাইগেন্স
ম্যাক্সওয়েল
স্যার আইজ্যাক নিউটন
চৌম্বক গ্রহীতা
চৌম্বক স্তরকতা
চৌম্বক সহনশীলতা
চৌম্বক প্রবেশ্যতা
সেলসিয়াস স্কেল
কেলভিন স্কেল
ফারেনহাইট স্কেল
র‍্যাঙ্কিন স্কেল
চৌম্বক ধারকতা
চুম্বকায়ন মাত্রা
চৌম্বক গ্রহীতা
চৌম্বক প্রবেশ্যতা
ক্লোরোফিল
কোলেনকাইমা
অ্যারেনকাইমা
ক্লোরেনকাইমা
পার্থোনোজোনেসিস
গ্যামেটোজেনেসিস
ডাইটেলোজেনেসিস
ফার্টিলাইজেসন
এপিস্ট্যাটিক জিন
লিথাল জিন
পরিপূরক জিন
জাইপোস্ট্যাটিক জিন
শুন্য ত্রুটি
লম্বন ত্রুটি
লেভেল ত্রুটি
পিছট ত্রুটি
বীট সৃষ্ট না হয়
ডপলার প্রভাব না হয়
আড় কম্পন না হয়
অনুনাদ সৃষ্টি না হয়
দুর্বল নিউক্লিয় বল
তাড়িতচৌম্বক বল
সবল নিউক্লিয় বল
মহাকর্ষীয় বল
ভূ-স্থির কক্ষপথ
উপগ্রহ কক্ষপথ
স্থির কক্ষপথ
পার্কিং কক্ষপথ
ধারকের পাত দুইটির মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পেলে
ধারক পাত দ্বয়ের মধ্যে ডাই-ইলেকট্রিক বস্তু রাখা হলে
একটি লোহার পাত ইন্ডাক্টর কয়েলের মধ্যে প্রবেশ করানো হলে
কয়েলটির পাক সংখ্যা বৃদ্ধি করা হলে
সান্দ্র বল
মাধ্যাকর্ষণ বল
তড়িৎ বল
কোনোটিই নয়
কার্যকর ব্যাসার্ধ
শোয়ার্জশিল্ড ব্যাসার্ধ
কার্যকর দৈর্ঘ্য
চক্রগতির ব্যাসার্ধ
আর্মেচার কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করলে
কুণ্ডলীটি একটি নরম লোহার উপর প্যাঁচালে
আর্মেচারের ঘুর্ণনস্থলের ফাঁকা জায়গাটি বৃদ্ধি করলে
উচ্চ বৈদ্যুতিক ক্ষেত্র ব্যবহার করলে।
মহাকর্ষ বল
চৌম্বক বল
তড়িৎ চৌম্বক বল
নিউক্লিয় বল
আর্মেচার কুগুলীটি পাক সংখ্যা বৃদ্ধি করলে
কুগুলীটি একটি নরম লোহার উপর প্যাাঁচালে
আর্মেচারের ঘুর্ণনস্থলের ফাঁকা জায়গাটি বৃদ্ধি করলে
উচ্চ বৈদ্যৃতিক ক্ষেত্র ব্যবহার করলে
একই সংখ্যক প্রোটন কিন্তু ভিন্ন ভর থাকে
একই সংখ্যক নিউট্রন কিন্তু ভিন্ন ভর থাকে
একই সংখ্যক ইলেকট্রন কিন্তু ভর থাকে
একই পারমানবিক ভর থাকে
পরম শূন্য তাপমাত্রা
ফার্মি তাপমাত্রা
সংকট তাপমাত্রা
কুরী তাপমাত্রা
ডিবাই তাপমাত্রা
পরম তাপমাত্রা
কুরী তাপমাত্রা
রৈখিক তাপমাত্রা
স্বাভাবিক তাপমাত্রা
নিরপেক্ষ তাপমাত্রা
সুপ্ততাপ
গলনের আপেক্ষিক সুপ্ততাপ
কঠিনীভবনের আপেক্ষিক সুপ্ততাপ
বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ
ঘণীভবনের আপেক্ষিক সুপ্ততাপ
নিউক্লিয়াসে অবস্থিত ইলেকট্রন সংখ্যা
নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রনের সংখ্যা
নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যা
নিউক্লিয়াসে অবস্থিত ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা
নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের সংখ্যা
সুস্থির তাপমাত্রা
তলটান তাপমাত্রা
ধ্রুব তাপমাত্রা
সংকট তাপমাত্রা
পরম শূন্য তাপমাত্রা
0.33 ওয়েরস্টেড
0.3 ওয়েরস্টেড
0.33 ওয়েরস্টেড
3.0.3 ওয়েরস্টেড
30.3 ওয়েরস্টেড
ওয়েবার
ম্যাক্সওয়েবার
টেসলা
ফ্লাক্স
হেনরী
ত্বরণ শূন্য হবে
বেগ শূন্য হেব
গতিশক্তি মূন্য হবে
পৃযুক্ত বল কর্তৃক কৃত কাজ শূন্য হবে
F=qE+qB
F=v.E+qv+B
F=qE+qv+B
F=qv+E+B.E
F=qE+v.qB
নিউক্লিয়ার বল
দুর্বল বল
তড়িৎ চৌম্বকীয় বল
মহাকর্ষ বল
মহাকর্ষ বল
দুর্বল নিউক্লিয় বল
সবল নিউক্লিয় বল
তড়িৎ চুম্বকীয় বল
কম হবে
বেশি হবে
সমান থাকবে
বিদ্যুৎ প্রবাহ তড়িচ্চালক বলের উপর নির্ভর করে না
বলের ব্যাসার্ধের দ্বিগুণ দূরে
বলের অভ্যন্তরে
বলের পৃষ্ঠে
বলের বাইরে
একটি পর্যায়ে এর বাম দিক হতে যতই ডান দিকে যাওয়া যাবে মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে।
আয়নীকরণ পটেনশিয়াল একটি পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে হৃাস পাবে।
একই শেণিতে উপস্থিত মৌলসূমহের ক্ষেত্রে উপর হতে নিচের দিকে মৌলগুলির তড়িৎ ঋণাত্মক ধর্ম হ্রাস পেতে থাকে।
প্রথম শ্রেণিতে অবস্থিত মৌল সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক।
বিসর্প ঘর্ষণ
স্থির ঘর্ষণ
সীমাস্থ স্থির ঘর্ষণ
গতিয় ঘর্ষণ
সম্মুখ ও পশ্চাত উভয় চাকার উপর সম্মুখ দিকে
সম্মুখ ও পশ্চাত উভয় চাকার উপর পশ্চাত দিকে
সম্মুখের চাকার উপর সম্মুখের দিকে এবং পশ্চাতের চাকার উপর পশ্চাত দিকে
সম্মুখের চাকার উপর পশ্চাত দিকে এবং পশ্চাতের চাকার উপর সম্মুখ দিকে
আধান দুটির পরিমানরে উপর
আধানা দুটির মধ্যবর্তী দুরেত্বে উপর
আধান দুটি যে মাধ্যমে আবসিথত তার প্রকৃতির উপর
কোনোটিই নয়
বাহির হতে দরজা খুলবার সময়ে আমরা যে বল প্রয়োগ করি
একটি বন্দুক হতে গুলি ছুড়লে উহা পিছনের দিকে যে ধাক্কা দেয়
গাড়ির চাকা ও রাস্তার মধ্যে ঘর্ষণজনিত বল
একটি দড়ির সাহায্যে নৌকা টানা
তুলার ভর ও লোহার বলগুলোর ভর সমান
তুলার ভর বেশি
ভরের তুলানা বলের সংখ্যার উপর নির্ভর করবে
তুলার ভর কম
মহাকর্ষ বল
চৌম্বক বল
তড়িৎ চৌম্বক বল
নিউক্লিয় বল
আলোকের সমবর্তন
আলোকের বিচ্ছুরণ
আলোকের প্রতিফলন
আলোকের ব্যতিচার
গ্রাম, মিসে, ডাইন
পাউন্ড ফুট/সে২ পাউন্ডাল
কেজি, মি/সে২ , নিউটন
দৈর্ঘ্য : বল :ভর
অ্যালুমিনিয়াম বাইরের দিকে বর্ধিত হয় ও ছিদ্র একই আকারের থাকে ।
ছিদ্রের ব্যাস কমে যায় ।
ছিদ্রের ক্ষেত্রফল অ্যালুমিনিয়ামের যে কোনো অংশের ক্ষেত্রফলের চেয়ে বেশি অনুপাতে বৃ্দ্ধি পায়
ছিদ্রের ক্ষেত্রফল অ্যালুমিনিয়ামের যে কোনো অংশের ক্ষেত্রফলের চেয়ে বেশি অনুপাতে বৃদ্ধি পায়।
কুরি তাপমাত্রা
নিরপেক্ষ তাপমাত্রা
সংকট তাপমাত্রা
চরম তাপমাত্রা
গ্যালভানোস্কোপ
গ্যালভানোমিটার
চলচুম্বক গ্যালভানোমিটার
ব্যালাস্টিক গ্যালভানোমিটার
বলগুলি একই সমতলে ক্রিয়া করে
বলগুলোর ক্রিয়ারেখা একই বিন্দু দিয়ে যাবে
যে কোন দুইটি বলের লব্ধি তৃতীয় বলের সমান ও বিপরীতমুখী হবে
সব গুলো
মহাকর্ষ বল
দুর্বল বল
তড়িৎ চৌম্বক বল
নিউক্লিয় বল
ব্যস্তানুপাতিক
সমানুপাতিক
বর্গের সমানুপাতিক
বর্গের ব্যস্তানুপাতিক
জুল
নিউটন
কুলম্ব/মিটার
ভোল্ট
ফ্যারাডের ১ম সূত্র
ফ্যারাডের ২য় সূত্র
শক্তির সংরক্ষণ সূত্র
তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র
অভিকর্ষ বল
তড়িৎ বল
চৌম্বক বল
ঘর্ষণ বল
কেন্দ্রমুখী বল
বিমূখী বল
ত্বরণ
কেন্দ্রবিমুখী বল
তড়িৎ বল
চৌম্বক বল
ঘর্ষণ বল
অভিকর্ষ বল
F=qE
F=qE×V×B
F=qV×B
F=qE+V×B
অভিকর্ষ
মহাকর্ষ
শক্তিশালী বল
অসংরক্ষনশীল বল
বরফের গলনাংককে
তরলের স্ফুটনাংককে
ত্রৈধ বিন্দুকে
কঠিনের গলনাংককে
অস্প্রিফায়ার
রেকটিফায়ার
ট্রানজিস্টার
কোনটিই নয়
নিউক্লিয় বল
দুর্বল বল
মহাকর্ষ বল
লরেঞ্জ বল
মহাকর্ষীয় বল
তড়িৎ চুম্বকীয় বল
দুর্বল বল
নিউক্লিয় বল
প্রধান ছেদ
বক্রতার কেন্দ্র
মেরু বিন্দু
বক্রতার ব্যাসার্ধ
তাপগতীয় সাম্যবস্তা
তাপগতীয় প্রক্রিয়া
তাপগতীয় স্থানাঙ্ক
উত্তর নেই
মহাকর্ষ বল
তাড়িত চৌম্বক বল
সবল নিউক্লিয় বল
দুর্বল নিউক্লিয় বল
চৌম্বক দৈর্ঘ্য
চৌম্বক রেখা
চৌম্বক মেরু
চৌম্বক অক্ষ
ভরের সমান ত্বরণ হবে
ভর যত কম হবে ত্বরণ তত কম হবে
ভর যত বেশী হবে ত্বরণ তত বেশি হবে
ভর যত বেশী হবে ত্বরণ তত কম হবে
স্বকীয় আবেশ
স্বকীয় আবেশ গুণাঙ্ক
পারস্পারিক আবেশ
পারস্পারিক আবেশ গুণাঙ্ক
বিটা ক্ষয়ের জন্য
প্রোটন ক্ষয়ের জন্য
গামা ক্ষয়ের জন্য
নিউট্রন ক্ষয়ের জন্য
চার্লসের শূন্য স্থান
কেলভিনের শূন্যস্থান
বয়েলের শূন্যস্থান
টরিসেলীর শূন্যস্থান
কাঠিন্য গুনাঙ্ক
কুস্তন গলাঙ্ক
ইয়ং গুনাঙ্ক
সংনম্যতা
শেয়ার বাজারের একটি সংগঠন
কিলোমিটার ঘন্টা
কারখানা শ্রমিক সংঘ
কিলোওয়াট ঘন্টা
শেয়ার বাজারের একটি সংগঠন
কিলোমিটার-ঘন্টা
কারখানার শ্রমিক সংঘ
কিলোওয়াট-ঘন্টা
তুলার ভর ও লোহার বলগুলোর ভর সমান
তুলার ভর বেশী
তুলার ভর কম
ভরের তুলনা বলের সংখ্যার উপর নির্ভর করবে
একটি পারমানবিক বল
আবিষ্ট বিদ্যুৎচালক বল
মাধ্যাকর্ষণ জনিত বল
কোনটিই নয়
আয়নিক বন্ধন
H2 বন্ধন
সমযোজী বন্ধন
ধাতব বন্ধন
সান্দ্র বল
তড়িৎবল
মাধ্যাকর্ষণ বল
বস্তুটির মন্দন হবে
বস্তুটির গতির কোন পরিবর্তন হবে না
বস্তুটি সমবেগে চলতে থাকবে
প্রাবল্য এবং সরণ সমমুখী
প্রাবল্য এবং সরণ বিপরীতমুখী
প্রাবল্য সরণের ব্যস্তানুপাতিক
কোনটিই নয়
বড়, কারন ক্ষুদ্র শক্তির রেডিও তরঙ্গ ধরা প্রয়োজন
বড়, কারন রেডিও কম্পাংক অবলোহিত কম্পাংক হতে বড়
ছোট, কারন রেডিও তরঙ্গ দৈর্ঘ্য অবলোহিত তরঙ্গ হতে বড়
কোনটিই নয়
নিউক্লিসের ভর
নিউক্লিয়ন গুলোর মুক্তবস্থার ভর
A এবং B এর পার্থক্য
কোনটিই নয়
তীক্ষ্ণ ধার ঘেঁষে আরো যেতে হবে
তরঙ্গ দৈর্ঘ্য সমান হতে হবে
দুটি আলোর উৎস থাকতে হবে
আলোর তরঙ্গ বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে
মুক্ত ঋনাত্মক ইলেকট্রন
মুক্ত ধনাত্মক ইলেকট্রন
কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের মুক্ত হওয়ায় সৃষ্ট শুন্যতা
ধনাত্মক আয়নের প্রতিরুপ
বাস্তানুপাতিক
সমানুপাতিক
বর্গের সমানুপাতিক
কোনটিই নয়
চৌম্বক অক্ষ
চৌম্বক অক্ষ শক্তি
চৌম্বক দৈর্ঘ্য
চৌম্বক মধ্য তল
নিম্ন থেকে উচ্চ বিভবে পরিবর্তিত প্রবাহ
উচ্চ থেকে নিম্ন বিভবে পরিবর্তিত প্রবাহে
উচ্চ থেকে নিম্ন বিভবের সমবর্তিত প্রবাহে
কোননোটিই নয়
চৌম্বক প্রাবল্য
চৌম্বক গ্রহীতা
চৌম্বক ফ্লাস্ক
কোনটিই নয়
চৌম্বক প্রাবল্য
চৌম্বক গ্রাহীতা
চৌম্বক ফ্লাক্স
কোনটিই নয়
ভোল্টামিটার
ভোল্টমিটার
অ্যামিটার
মাল্টিমিটার
নির্বিনিত রেখা
সমবিচ্যুতি রেখা
নির্বিচ্যুতি রেখা
কোনোটিই নয়
পরস্পর বিপরীত দিকে
পরস্পর লম্ব
পরস্পর 45° কোণে অবস্থান করে
একই দিকে
স্থিতিস্থাপক গুণাঙ্ক
পয়সন এর অনুপাত
দৃঢ়তার গুণাঙ্ক
ইয়ং এর গুণাঙ্ক
পরস্পর বিপরীত দিকে
পরস্পর 45° কোণে অবস্থান করে
একই দিকে
পরস্পর লম্ব
নিবিনিত রেখা
সমবিচ্যুতি রেখা
নিবিবিচ্যুতি রেখা
কোনোটিই নয়
ভোল্টামিটার
ভোল্টমিটার
অ্যামিটার
মাল্টিমিটার
1 kg× 1 m/sec2
1 kg× 10 m/sec2
10 kg× 10 m/sec2
উপরের কোনটিই নয়
চৌম্বক অক্ষ
চৌম্বক অক্ষ শক্তি
চৌম্বক দৈর্ঘ্য
চৌম্বক মধ্য তল
ব্যাস্তানুপাতিক
সমানুপাতিক
বর্গের সমানুপাতিক
কোনটিই নয়
মহাকর্ষ বল
চৌম্বক বল
নিউক্লিয় বল
তড়িৎ- চৌম্বক বল
ভোল্টামিটার
ভোল্টমিটার
অ্যামিটার
মাল্টিমিটার
F=qF
F=q(v×B)
F=(F×v×B)
F=qv.B×F
None of these
ঘর্ষণ
সান্দ্র বল
অভিকর্ষীয় বল
মহাকর্ষবল
পদার্থের আয়নিক অবস্থা
পদার্থের প্রাজমা অবস্থা
পদার্থের নিরপেক্ষ অবস্থা
পদার্থের সাম্দআবন্জা আকাল
দুর্বল নিউক্লীয় বল
সবল নিউক্লীয় বল
মহাকর্ষ বল
তড়িৎ চৌম্বকীয় বল
চৌম্বক বল
সান্দ্র বল
মহাকর্ষীয় বল
বুলম্ব বল
ঘর্ষণ বল
মহাকর্ষ বল
বৈদ্যুতিক বল
চুম্বক বল
তড়িৎচৌম্বক বল
সবল নিউক্লীয় বল
মহাকর্ষ বল
দুর্বল নিউক্লীয় বল
ট্রিপ্লেট
কোডন
ট্রান্সলেশন
ট্রান্সক্রিপশন
স্থান ও কাল
স্থান ও দ্রুতি
দ্রুতি ও কাল
স্থান ও ত্বরণ
স্থিতিস্থাপকতা বেশি
স্থিতিস্থাপকতা কম
আন্তঃ আকর্ষণ কম
ঘনত্ব কম
অচৌম্বক পদার্থ
ডায়াচৌম্বক পদার্থ
প্যারাচৌম্বক পদার্থ
ফেরোচৌম্বক পদার্থ
বিশ্বজনীন মহাকর্ষ ও তড়িৎ চৌম্বক বল
দূর্বল নিউক্লিয় বল ও সবল নিউক্লিয় বল
তড়িৎ চৌম্বক বল ও সবল নিউক্লিয় বল
তড়িৎ চৌম্বক বল ও দূর্বল নিউক্লিয় বল
বীট সৃষ্টি না হয়
ডপলার প্রভাব না হয়
আড় কম্পন না হয়
অনুনাদ সৃষ্টি না হয়
ক্যালরিমিটার
থার্মিস্টার
পাইরোমিটার
অ্যালকোহল থার্মোমিটার
স্বকীয় আবেশ
পারস্পারিক আবেশ গুণাংক
স্বকীয় আবেশ গুণাংক
পারস্পারিক আবেশ
একটি কাল্পনিক, বিচ্ছিন্ন ও মুক্ত উত্তর মেরু বলরেখা বরাবর পরিভ্রমণ করে।
চৌম্বক মেরুর কাছে এরা পরস্পরকে ছেদ করে
চৌম্বক বলরেখা বদ্ধ বক্ররেখা
এরা পরস্পরের উপর আড়াআড়িভাবে পার্শ্বচাপ প্রয়োগ করে।
চৌম্বক মেরুর কাছে এরা পরস্পরকে ছেদ করে
চৌম্বক বলরেখা বদ্ধ বক্ররেখা
এরা পরস্পরের উপর আড়াআড়িভাবে পার্শ্বচাপ প্রয়োগ করে
একটি কাল্পনিক, বিচ্ছিন্ন ও মুক্ত উত্তর মেরু বলরেখা বরাবর পরিভ্রমণ করে
ফ্যারাডে
আইনস্টাইন
নিউটন
ম্যাক্সওয়েল
যে দোলকের দোলনকাল 1 সেকেন্ড
যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড
যে দোলকের দোলনকাল 3 সেকেন্ড
যে দোলকের দোলনকাল 4 সেকেন্ড
বলের মান কম ক্রিয়াকাল বেশি
বলের মান ও ক্রিয়াকাল সমান
বলের মান খুব বেশি ক্রিয়াকাল কম
কোনটিই নয়
সমত্বরণে চলতে থাকে
সমমন্দনে চলতে থাকে
সমদ্রুতিতে চলতে থাকে
সমবেগে চলতে থাকে
চৌম্বক ক্ষেত্রের মানের ব্যাস্তানুপাতিক
চৌম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক
আধানের মানের সমানুপাতিক
আধানের বেগের সমানুপাতিক
বিদ্যুৎ কুণ্ডলী
চুম্বক কুণ্ডলী
গৌণ কুণ্ডলী
মূখ্য কুণ্ডলী
বিপরীত মেরুতে বিকর্ষণ ঘটা
বিপরীত মেরুতে আকর্ষণ ঘটা
সমমেরুতে আকর্ষণ ঘটা
সমমেরুতে বিকর্ষণ ঘটা
বল রেখাগুলি পরস্পরের উপর আড়া আড়ি ভাবে পার্শ্বচাপ প্রয়োগ করে
চৌম্বক বল রেখা স্থিতি স্থাপক সূতার ন্যায় ‍দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয় না
চৌম্বক বল রেখা বন্ধ বক্র রেখা
চৌম্বক বল রেখাগুলি পরস্পরকে কখনই ছেদ করে না
ইহারা সমান্তরাল সরলরেখা
ইহারা পরস্পরকে কখনও ছেদ করে না
ইহারা পরস্পরের উপর আড়াআড়ি ভাবে পার্শ্ব প্রয়োগ করে
ইহারা স্থিতি স্থাপক সূতার ন্যায় দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়
চৌম্বকের বাইরে চৌম্বক বলরেখা উত্তর মেরু হতে দক্ষিণ মেরুর দিকে গমন করে
চৌম্বক বলরেখা পরস্পরকে সর্বদাই ছেদ করে
চৌম্বক বলরেখা বক্ররেখা
চৌম্বক বলরেখা স্থিতিস্থাপক সতুার ন্যায় দৈর্ঘ্য বরাবরা সংকুচিত হয়
ঋণাত্মক আধান হইতে শুরু হয় এবং ধনাত্মক আধানে শেষ হয়
দুইটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না
বলরেখাগুলি পার্শ্ব দিকে পরস্পরকে আকর্ষণ করে
সর্বদা দৈর্ঘ্য প্রসারিত হইতে চায়
একগ্রাম ভরের উপর ক্রিয়া করিয়া ১০ মিটার/2 ত্বরণ সৃষ্টিকারী
এক কিলোগ্রাম ভরের উপর ক্রিয়া করিয়া ১ মিটার/2 ত্বরণ সৃষ্টিকারী
দশ কিলোগ্রাম ভরের উপর ক্রিয়া করিয়া ১০মিটার/2 ত্বরণ সৃষ্টিকারী
দশ গ্রাম ভরের উপর ক্রিয়া করিয়া ১০ সেন্টিমিটার/2 ত্বরণ সৃষ্টিকারী
শুধুমাত্রা ছোট বস্তুর বেলায়
ক্ষুদ্র ও বৃহৎ বস্তু উভয়ের বেলায়
শুধুমাত্র গ্রহের বেলায়
ইহা একটি বিশ্বজনীন ধ্রুবক
ইহা চার্জের পরিমাণের উপর নির্ভর করে না
দূরত্ব বাড়ালে প্রাবল্য বাড়ে
এটি একটি দিক রাশি
এর একক ওয়েবষ্টেড
পরস্পরের উপর আড়াআড়িভাবে চাপ প্রয়োগ করে
চুম্বক মেরুর নিকট পরস্পরের বেশ কাছাকাছি অবস্তান করে না
বন্ধ বক্র রেখা
পরস্পরকে কখনো ছেদ করে না
প্রধান ও ভার্ণিয়ার স্কেলের অনুপাত
ভার্ণিয়ার স্কেলের ক্ষুদ্রতম অংশ
ভার্ণিয়ার স্কেলের সাহায্যে যে ক্ষুদ্রতম অংশ মাপা যায়
কোনোটিই নয়
বল × সরণ
বল × বেগ
বল × সময়
কোনোটিই নয়
সমমানের
বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের পর্যাবৃত্ত বল
বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের সমান কম্পাঙ্কের পর্যাবৃত্ত বল
বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের চেয়ে কম কম্পাঙ্কের পর্যাবৃত বল
বল তিনগুণ বৃদ্ধি পাইবে
বল প্রাথমিক মানের এক-তৃতীয়াংশ হইবে
বল নয়গুণ বৃদ্ধি পাইবে
কোনোটিই নয়
বল × সরণ
বল × বেগ
বল × সময়
কোনোটিই নয়
ডাইন
ওয়েরেষ্টেড
আর্গ/একক মেরু
কোনোটিই নয়
আদর্শ স্প্রিং এর বল
ঘর্ষণ বল
অভিকর্ষীয় বল
বৈদ্যুতিক বল
আয়নিক বন্ধন
সমযোজী বন্ধন
দ্বিপোল-দ্বিপোল বন্ধন
ধাতব বন্ধন
মহাকর্ষ বল
নিউক্লিয় দুর্বল বল
তড়িৎ চুম্বক বল
নিউক্লিয় সবল বল
বক্রতার ব্যাসার্ধ
প্রধান অক্ষ
ফোকাস দূরত্ব
প্রধান ছেদ
স্বর- সঙ্গতি
ডায়াটোনিক স্বরগ্রাম
স্বর-গ্রাম
সুর বিরাম
যে বলের মান খুব বড় কিন্তু ক্রিয়াকাল খুবই ক্ষণস্থায়ী
যে বলের মান খুব কম এবং ক্রিয়াকাল খুবই ক্ষণস্থায়ী
যে বলের মান খুব কম
উপরের কোটিই নয়
সংরক্ষণশীল বল
সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল বল
অসংরক্ষণশীল বল
বিভব শক্তি
মহাকর্ষ বল
দুর্বল নিউক্লীয়
তড়িৎ-চুম্বকীয় বল
সবল নিউক্লীয় বল
গ্যালভানোমিটার
মিটার ব্রীজ
অ্যামিটার
পটেনশিওমিটার
বৈদ্যুতিক বল
চৌম্বক বল
মহাকর্ষ বল
কেন্দ্রমুখী বল
মহাকর্ষ বল
সবল নিউক্লিয় বল
দুর্বল নিউক্লিয় বল
কেন্দ্রমুখী বল
সংক্ষিপ্তি বল
আসঞ্জন বল
পৃষ্টটাম
পৃষ্টশক্তি
মহাকর্ষ বল
সবল নিউক্লিয় বল
তড়িৎ চৌম্বকীয় বল
দুর্বল নিউক্লিয় বল
F=1 x Bl
F=1 x fl
F=1 x B
কোনোটিই নয়
স্টিম বিন্দু
ত্রৈধ বিন্দু
নিম্ন স্থির বিন্দু
ঊর্ধ্ব বিন্দু
মহাকর্ষ বল
তড়িৎ-চৌম্বক বল
দুর্বল নিউক্লিয় বল
টর্ক
চুম্বকক্ষেত্রে ফ্রাক্সের ঘনত্বের উপর
সংযুক্ত ফ্লাক্সের পরিমাণের উপর
সংযুক্ত ফ্লাক্সের সময়ের সাথে পরিবর্তনের উপর
চৌম্বকক্ষেত্রের ঘনত্বের উপর
62.45 N পূর্ব দিকের সাথে 16.1° কোনে উত্তর দিকে
65.10N উত্তর দিকের সাথে 19.2° কোণে দক্ষিণ দিকে
89.65N পূর্বদিকের সাথে 18.5° কোনে পশ্চিম দিকে
55.95 N পূর্ব দিকের সাথে 24.5° কোণে উত্তর দিকে
তাপমাত্রা
বস্তুদ্বয়ের পারিপাশ্বিকতা
বস্তুদ্বয়ের বর্ণ
মিলনতলের সমৃণতা
40W বাতি
60W বাতি
দুইটর উজ্জ্বল্য সমান
সাপ্লাইয়ের ভোল্টেজের উপর নির্ভর করবে
কুরী তাপমাত্রা
নিরপেক্ষ তাপমাত্রা
সংকট তাপমাত্রা
চরম তাপমাত্রা
বৈদ্যুতিক বলরেখা খোলা বক্ররেখা
দুটি রেখা পরস্পরকে ছেদ করে না
পরিবাহীর অভ্যন্তরে বলরেখা বিদ্যমান
রেখাগুলো ধন চার্জ থেকে উৎপন্ন হয়ে ঋণ চার্জে শেষ হয়
প্রযুক্ত বলের কারণে
েআনুভুমিক অংশষ
উলম্ব অংশ
প্রতিক্রিয়া বলের আনুভূমক অংশ
বলের মান সাম্যাবস্থান খেকে সরণের মানের ব্যস্তানুপাতিক
বল সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী
সর্বদা ঘূর্ণয়মান
বল হবে সরলরৈখিক
এক্সন
আলোক তরঙ্গ
বেতার তরঙ্গ
শব্দ তরঙ্গ
শক্তিশালী বল
মাধ্যাকর্ষণ বল
দূর্বল বল
তড়িৎ চুম্বকীয় বল
মহাকর্ষ বল
দূর্বল নিউক্লিয় বল
সবল নিউক্লিয় বল
তড়িৎ চুম্বকীয় বল
অপটিক্যাল টেলিস্কোপ
এক্সবে টেলিস্কোপ
রেডিও টেলিস্কোপ
গামা-রে টেলিস্কোপ

অপটিক্যাল টেলিস্কোপ

এক্সবে টেলিস্কোপ

রেডিও টেলিস্কোপ

গামা-রে টেলিস্কোপ

শোষক বস্তু
আদর্শ কৃঞ্ছবস্তু
দূর্বল বিকিরণ
কোনটিই নয়
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
সোমাক্রোনাল ভেরিয়েশন
ইনভিট্রা ভেরিয়েশন
সবগুলি
হোমোজাইগাস
হেটারোজাইগাস
মাল্টিপর অ্যালিল
প্রকট
মিয়োসিস
মাইটোসিস
অ্যামাইটোসিস
কোনটিই নয়
ব্লাস্টুলেশন
গ্যাস্টুলেশন
ক্লীভেজ
কোনটিই নয়
ডিপ্লয়েড
হ্যাপ্লয়েড
টেট্রাপ্লয়েড
টিপ্লয়েড
লেপ্টাটিন
জাইগোটিন
প্যাকাইটিন
ডায়াকাইনেসিস
ক্রমোসামক
নিউক্লিয়কে
প্রোটিয়োসোমকে
কোনটিই নয়ৎ
ইপিসে্টার
কোয়াক সেন্টার
কোয়াক ফোকাস
সিসিমিক ফোকাস
ক্রনোমিটার
ক্যালরিমিটার
হাইদ্রোমিটার
অলমিটার
সাধারণ প্রতিফলন
আভ্যন্তরীন প্রতিফলন
পুনঃ পুনঃ পূর্ণ আভ্যন্তরীন প্রতিফলন
সাধারণ বিকিরণ
মহাকর্ষ বল
তড়িৎ চুম্বকীয় বল
নিউক্লিয় সবল বল
নিউক্লিয় দুর্বল বল
দুর্বল ও তড়িৎ চৌম্বক বল
দুর্বল ও নিউক্লিয় বল
মহাকর্ষ ও তড়িৎ চৌম্বক বল
মহাকর্ষ ও নিউক্লিয় বল
বিদ্যুৎ কুন্ডলী
চুম্বক কুন্ডলী
গৌণ কুন্ডলী
মুখ্য কুন্ডলী
তড়িৎ বিভব
তড়িৎ প্রবাহ
তড়িৎ পরিবাহীতা
তড়িৎ প্রাবল্য
q চার্জ থেকে 1m এবং -4q থেকে 2m দূরে
q চার্জ থেকে 1/3m এবং -4q থেকে 2/3m দূরে
q চার্জ থেকে 2m এবং -4q থেকে 1m দূরে
q চার্জ থেকে 2/3m এবং -4q থেকে 1/3m দূরে
কেন্দ্রমূখী   0.03π
কেন্দ্রবিমূখী   0.03π
কেন্দ্রমূখী      0.09π2
কেন্দ্রবিমূখী      0.09π2
কেন্দ্রমূখী 9.0π2
0<t<t1  
  t1   t2   মূহুর্তে
  t1<t<t2 
  0<t<t1    t2<t<t2
অ-সংরক্ষণশীল শক্তি
সমন্বিত শক্তি
আঠালো শক্তি
সংরক্ষণশীল শক্তি
মিথ্যা কারণ এর একক নিউটন
শক্তি কারণ এটি দ্বারা কাজ পরিমাপ করা যায়
কখনো বলের ন্যায় আচরন করে, সকল সময় না
কোনটিই নয়

নিউটনের গতিসূত্র

1

জড়তা

প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায় অর্থাৎ বস্তু স্থির থাকলে স্থির থাকতে চায় আর গতিশীল থাকলে গতিশীল থাকতে চায়। বস্তুর এই স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বল প্রয়োগ করতে হয়। পদার্থের নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার এই যে ধর্ম তাই জড়তা।

সংজ্ঞা : পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে।

ভর (mass) হচ্ছে পদার্থের জড়তার পরিমাপ। অন্য কথায় কোনো একটি বস্তুর তার বেগের পরিবর্তনকে বাধা দেয়ার পরিমাপই হচ্ছে ভর। একটি চলমান খালি ভ্যান গাড়িকে থামানোর চেয়ে ইট বোঝাই চলমান ভ্যান গাড়িকে থামানো অনেক বেশি কষ্টকর। খালি ভ্যানের চেয়ে ইট ও ভ্যানের মিলিত ভর বেশি বলেই এটি ঘটে। ভর একটি স্কেলার রাশি এবং একাধিক ভরকে সাধারণ গাণিতিক নিয়মে যোগ করা যায়।

১৬৮৭ সালে স্যার আইজ্যাক নিউটন তাঁর অমর গ্রন্থ “ন্যাচারালিস ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথেমেটিকা”তে বস্তুর ভর, গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রকাশ করেন। এ তিনটি সূত্র নিউটনের গতি সূত্র নামে পরিচিত।

 

প্রথম সূত্র : বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে অর্থাৎ সমদ্রুতিতে সরলপথে চলতে থাকবে।

 

দ্বিতীয় সূত্র : বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।

 

তৃতীয় সূত্র : প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ।

 

Content added By

নিউটনের প্রথম গতিসূত্র

0

সূত্র : বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতেই সরল পথে চলতে থাকবে। 

 

এ সূত্রকে অনেক সময় জড়তার সূত্র বলা হয়। কেননা, “জড়তা" মানেই হচ্ছে কোনো পরিবর্তনকে বাধা দেওয়া। আর এ সূত্র থেকে পাওয়া যায় কোনো বস্তু তার যে বেগ আছে (শূন্য বেগসহ) সেই বেগ বজায় রাখতে চায়।

যদি কোনো বস্তু স্থির থাকে বা সমদ্রুতিতে সরল পথে চলে, তাহলে তার ত্বরণ শূন্য হয়। তাই প্রথম সূত্রকে নিম্নোক্তভাবে প্রকাশ করা যেতে পারে "যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা না হয়, তাহলে তার ত্বরণ শূন্য হয়।” যেহেতু বল হচ্ছে একটি ভেক্টর রাশি, তাই দুই বা ততোধিক বল সংযুক্ত হয়ে নিট (net) শূন্য বল প্রদান করতে পারে। কোনো বস্তুর ওপর প্রযুক্ত নিট বল হচ্ছে বস্তুর ওপর প্রযুক্ত স্বতন্ত্র বলগুলোর ভেক্টর সমষ্টি। কোনো বস্তুর ওপর প্রযুক্ত স্বতন্ত্র বলগুলো যদি যথাক্রমে  F1,F2  ইত্যাদি হয় তাহলে নিট বল F হবে

F=F1+F2+F3+....+...

নিট বল শূন্য হওয়া আর কোনো বল ক্রিয়া না করা একই কথা। নিউটনের প্রথম সূত্রে এ তথ্য ব্যবহার করে আমরা সূত্রটিকে বিবৃত করতে পারি, 

“যদি কোনো বস্তুর ওপর নিট বল শূন্য হয়, তাহলে বস্তুটির ত্বরণও শূন্য হবে ।

Content added || updated By
Promotion