কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। প্রত্যেকটি মৌলকে সংক্ষেপে প্রকাশ করতে তাদের আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয়। মৌলের প্রতীক লিখতে কিছু নিয়ম অনুসরণ করতে হয়।
মৌল | ইংরেজি নাম | প্রতীক |
হাইড্রোজেন | Hydrogen | H |
অক্সিজেন | Oxygen | O |
নাইট্রোজেন | Nitrogen | N |
মৌল | ইংরেজি নাম | প্রতীক |
কার্বন | Carbon | C |
ক্লোরিন | Chlorine | cl |
ক্যালসিয়াম | Calcium | Ca |
মৌল | ইংরেজি নাম | প্রতীক |
কোবাল্ট | Cobalt | Co |
ক্যাডমিয়াম | Cadmium | Cd |
ক্রোমিয়াম | Chromium | Cr |
মৌল | ল্যাটিন নাম | প্রতীক |
কপার | Cuprum | Cu |
লেড | Plumbum | Pb |
সোডিয়াম | Natrium | Na |
টাংস্টেন | Wolfram | W |
মারকারি | Hydrurgyrum | Hg |
আয়রন | Ferrum | Fe |
পটাশিয়াম | Kalium | K |
সিলভার | Argentum | Ag |
টিন | Stannum | Sn |
এন্টিমনি | Stibium | Sb |
গোল্ড | Aurum | Au |
(a) মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয় এবং তা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়।
(b) যদি দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর (ইংরেজি বর্ণমালার বড় হাতের) দিয়ে প্রকাশ করা হয়। অন্যগুলোর ক্ষেত্রে প্রতীকটি দুই অক্ষরে লেখা হয়। নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবং নামের অন্য একটি অক্ষর ছোট হাতের অক্ষর দিয়ে লেখা হয়।
(c) কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে।
আরও দেখুন...