রেফ্রিজারেন্ট প্রবাহ নিয়ন্ত্রক

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
12
12

১.২.৮ রেফ্রিজারেন্ট প্রবাহ নিয়ন্ত্রক (Refrigerant Flow Controls) 

ইভাপোরেটরে হিমায়ক প্রবাহ নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রক বা এক্সপানশন ডিভাইসের প্রয়োজন হয়।

রেফ্রিজারেন্ট নিয়ন্ত্রকের প্রয়োজনীয়তা- 

কন্ডেনসারের তরল রেফ্রিজারেন্টের চাপ ও তাপমাত্রা বেশি হয়ে থাকে। তাই ইভাপোরেটর যাতে উপযুক্ত মাত্রায় চাপ হ্রাস করে সহজেই সম্পূর্ণ রেফ্রিজারেন্টকে বাষ্পে পরিণত করতে পারে তার জন্যই মূলত এক্সপানশন ডিভাইস বা রেফ্রিজারেন্ট নিয়ন্ত্রকের প্রয়োজন হয়।

রেফ্রিজারেন্ট নিয়ন্ত্রকের প্রকারভেদ (Types of Refrigerant Flow Control)

১। হ্যান্ড এক্সপানশন ভালভ(Hand Expansion Valve / HEV) 

 ২। অটোমেটিক এক্সপানশন ভাল্‌ভ (Automatic Expansion Valve/AEV)

৩। থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভাল্‌ভ (Thermostatic Expansion Valve / TEV) 

৪। ক্যাপিলারি টিউব (Capillary Tube)

৫। লো সাইড ফ্লোট (Low Side Float) 

৬। হাই সাইড ফ্লোট(High Side Float)

৭। থার্মাল ইলেকট্রিক এক্সপানশন ভাল্‌ভ (Thermal Electric Expansion Valve / TEEV)

 

প্রত্যেক প্রকার রেফ্রিজারেন্ট নিয়ন্ত্রকের বর্ণনা

থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভাত (TEV) থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভের প্রধান অংশগুলো হল - 

১। ডায়াফ্রাম 

২। নিডল ভাল্‌ভ 

৩। নিডল ভালভ সিট 

৪। স্প্রিং 

৫। স্প্রিং প্রেসার অ্যাডজাস্টিং ক্রু 

৬। স্ট্রেইনার

অটোমেটিক এক্সপানশন ভালভের ডায়াফ্রামের ওপর দু'টি চাপ কাজ করে - 

(ক) স্প্রিং এর চাপ (P1) যা ডায়াফ্রামের ওপর থেকে নিচের দিকে কাজ করে। 

(খ) ইভাপোরেটরের গ্যাসের চাপ (P2) উপরের দিকে কাজ করে।

সাধারণ অবস্থায় P1 = P2 । যার ফলে নিডল ভাভটি একটি সাম্য অবস্থায় থাকে এবং একটি নির্দিষ্ট পরিমাণ খোলা থাকে। কম্প্রেসর বন্ধ থাকলে ইভাপোরেটর চাপ স্প্রিং চাপের চেয়ে বেশি থাকে - ফলে নিডল ভালভ বন্ধ থাকে। যখন কম্প্রেসর চালু করা হয় তখন ইভাপোরেটরের চাপের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে ইভাপোরেটরে তরল ও আংশিক বাষ্পীভূত তরল হিমায়ক সরবরাহ করে।

ক্যাপিলারি টিউব (Capillary Tube) 

ক্যাপিলারি টিউব লম্বা চিকন এক ধরনের টিউব বিশেষ। এটি তামার তৈরি যা কয়েল আকারে পাওয়া যায়। এটি সরু ব্যাস যুক্ত সহজ সরল ও সবচেয়ে ঝামেলা যুক্ত নিয়ন্ত্রণ ডিভাইস। এর মধ্যে কোন চলমান বা মুভিং অংশ নেই। এ ধরনের নিয়ন্ত্রকের নষ্ট হওয়ার কিছু নেই - তবে ভেতরের ছিদ্র খুব চিকন তাই সামান্য ময়লাতেও বন্ধ/চোকিং হয়ে যেতে পারে।

রেফ্রিজারেন্ট নিয়ন্ত্রক বা এক্সপানশন ডিভাইসের ব্যবহার

 

 

Content added By
Promotion