সকলের অধিকার

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - মানবাধিকার | NCTB BOOK

জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে “মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র। এ ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী-পুরুষ, আর্থিক অবস্থাভেদে বিশ্বের সব দেশের সকল মানুষের এই অধিকারগুলো আছে। সকল সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারগুলো হচ্ছে মানবাধিকার। নিচের ছক থেকে কয়েকটি মৌলিক মানবাধিকার জেনে নিই ।

• মানুষ জন্মগতভাবে স্বাধীন 

• স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার 

• সমাজে সবার সমান মর্যাদার অধিকার 

• শিক্ষা গ্রহণের অধিকার 

• প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার 

• নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার 

• বিনা কারণে গ্রেফতার ও আটক না হওয়ার অধিকার 

• আইনের চোখে সমতা 

• সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার 

• ন্যায় বিচার পাওয়ার অধিকার 

• সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার 

• নিজ নিজ ধর্ম পালনের অধিকার 

• নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার নারী-পুরুষ সমান অধিকার

লোকজন ফেস্টুন হাতে মানবাধিকার রক্ষার শ্লোগান দিচ্ছে

আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব এবং এ বিষয়ে সকলকে সচেতন করব। কেউ কোনো মানবাধিকার বিরোধী কাজ করলে প্রয়োজনে প্রতিবাদ করব।

 

ক. এসো বলি

অধিকার আদারের বিষয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহায়তায় আলোচনা কর। 

• সরকার কী করতে পারে? 

• সমাজ কী করতে পারে? 

• মানুষ কী করতে পারে? 

• তুমি কী করতে পার?


খ. এসো লিখি

একটি অধিকার বেছে নাও এবং এ অধিকারটি কেন গুরুত্বপূর্ণ তা বর্ণনা কর। কাজটি জোড়ায় কর।


গ. আরও কিছু করি

যেকোনো একটি অধিকার নিয়ে ছোট দলে ভূমিকাভিনয় কর। ধরে নাও, এই অধিকার থেকে তুমি বঞ্চিত। অধিকার আদায়ে তুমি কী করতে পার?


ঘ. যাচাই করি

সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও।

স্বাধীনভাবে চলাফেরার অধিকার কোনটি?

ক. মানব পাচার        খ. যেকোনো স্থানে যেতে পারা

গ. রপ্তানি                  ঘ. আমদানি

Content added || updated By

আরও দেখুন...

Promotion

Promotion