জনাব 'ক' টেলিভিশনের একটি অনুষ্ঠানে ইবাদত সম্পর্কিত আলোচনায় বললেন, ইসলামে এমন একটি এবাদত রয়েছে যার প্রতিদান আল্লাহ তায়ালা নিজহাতে দান করবেন এবং তার অতীত জীবনের পাপ ক্ষমা করে দিবেন। একজন শ্রোতাব প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইসলামে এমন আরো একটি ইবাদত রয়েছে, যার নির্দিষ্ট পরিমাণ মালের মালিকগণের উপর ফরজ করা হয়েছে। এ ইবাদতটি যথাযথভাবে আদায় করা হলে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় গরীব মানুষদের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব।