দৃশ্যকল্প-১: আজ শফিকদের জেলায় নির্বাচন হচ্ছে। গ্রামের মানুষ আনন্দের সাথে ভোট দিতে যায় কিন্তু শক্ষিক ভোট দিতে যায়নি বরং সে তার কাজ নিয়ে ব্যস্ত থাকে।
দৃশ্যকল্প-২ঃ রাকিব ও মধ্যে আলোচনা হচ্ছিল। রাকিব বলল, আমার মনে হয় কোনো শক্তিশালী গোষ্ঠী দুর্বল গোষ্ঠীকে গ্রাস করে আমাদের দেশটির সৃষ্টি হয়েছে। রাতুল বলল, তোমার কথা ঠিক নয়। এটি মানবসভ্যতার বিবর্তনের ফল। মানুষ তার কল্যাণের জন্য একতাবদ্ধ হয়ে এটি সৃষ্টি করেছে।