শত শত চোখ আকাশটা দেখে,
শত শত শত মানুষের দল।
যশোর রোডের দু'ধারে বসত বাঁশের ছাউনি কাদামাটি জল।
কাদামাটি মাখা মানুষের দল গাদাগাদি করে আকাশটা দেখে,
আকাশে বসত মরা ঈশ্বর
নালিশ জানাবে ওরা বল কাকে?
ঘরহীন ওরা ঘুম নেই চোখে,
যুদ্ধে ছিন্ন ঘর-বাড়ি দেশ।
(সেপ্টেম্বর অন যশোর রোড- অ্যালেন গিন্সবার্গ এর বাংলা অনুবাদ)