গ্রীষ্মকালীন অবকাশে জোহান দাদুর বাড়িতে যায়। ওর দাদুর বন্ধুর একটি প্রাচীন দ্রব্যাদির সংগ্রহশালা আছে। সংগ্রহশালায় সংরক্ষিত চিঠিপত্র, দলিল, বই ইত্যাদি দেখে জোহান খুব আনন্দিত হয়েছিল। ফিরে আসার সময় দাদুর বন্ধু ওকে কয়েকটি প্রাচীন বই উপহার দেন। উপহারের বইগুলো জোহান আগ্রহ নিয়ে পড়তে শুরু করলে, দাদু বলেন, এসব বই না পড়ে, পাঠ্যপুস্তক পড়, তাতে উপকার বেশি হবে।