এম. কম পাস শামীম চাকরির পেছনে না ঘুরে যাবার ৫ একর কৃষি জমিতে বহুমুখী প্রকল্প গড়ে তোলেন। শামীম বীজ, সার, গরু, পোনামাছ ও কিছু খামার সরঞ্জাম কেনার জন্য 'যুব উন্নয়ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। ৫ বছর পর তার খামার বড় হলে তিনি 'যুব উন্নয়ন ব্যাংক' এর পাশাপাশি প্রতিষ্ঠিত বাণিজ্যিক ব্যাংক ABL হতেও ঋণ গ্রহণ করে একটি হিমাগার স্থাপন করেন। উক্ত বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ গ্রহণের ফলে তাকে কর কম প্রদান করতে হচ্ছে। এভাবে বিভিন্ন উৎস হতে অর্থায়ন করে শামীম সফলকাম হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখছেন।