সিএসএস৩ পরিচিতি (CSS3 Intro)


সিএসএস একটি প্রোগ্রামিং ভাষা যা এইচটিএমএল ডকুমেন্টকে সুদর্শনীয় করে তোলার জন্য ব্যবহৃত হয়।

আর সিএসএস(৩) হলো এই ক্যাসকেডিং স্টাইল শীট(CSS) ভাষার সর্বশেষ ভার্সন। সিএসএস(২) কে সম্প্ররসারিত করার লক্ষ্যেই মূলত সিএসএস(৩) এর আবির্ভাব।

সুতরাং দীর্ঘ-প্রতীক্ষার পর সিএসএস(৩) ডেভেলপারদের কাছে অনেক নতুনত্ব নিয়ে হাজির হয়। যেমন- সিএসএস(৩) তে rounded corners, shadows, gradients, transitions, animations, multi-columns, flexible box এবং media query ইত্যাদি নতুন নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। এছাড়া সিএসএস(৩) পূর্ববর্তী ভার্সনগুলোর সাথেও সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।

আমাদের টিউটিরিয়ালের সিএসএস(৩) অংশে উপরোক্ত উপাদানগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো।


সিএসএস(৩) মডিউল-সমূহ

সিএসএস(৩) কে বিভিন্ন মডিউলে বিভক্ত করা হয়েছে। সিএসএস(২) এর বৈশিষ্ট্যসহ আরো কিছু নতুন বৈশিষ্ট্যের সমন্বয়ে সিএসএস(৩) মডিউলগুলো তৈরি করা হয়েছে।

নিম্নে সিএসএস(৩) এর কিছু গুরুত্বপূর্ণ মডিউল তুলে ধরা হলোঃ

সিলেক্টরবক্স মডেলব্যাকগ্রাউন্ড
বর্ডারইমেজ ভ্যালুটেক্সট ইফেক্ট
2D/3D ট্রান্সফর্মেশনএনিমেশনমাল্টি কলাম লে- আউট

সিএসএস(৩) এর নতুন প্রোপার্টিসমূহের অধিকাংশই সকল মডার্ন ওয়েব ব্রাউজারে সাপোর্ট করে।

Content added By

আরও দেখুন...

Promotion