কে যীশুকে ক্রুশ থেকে নামিয়েছিলেন ?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago
Vote Statistics
Option 1 : 0
Option 2 : 0
Option 3 : 0
Option 4 : 0

শূন্যস্থান পূরণ কর:

ক) যীশু যন্ত্রণাভোগ ও ক্রুশে মৃত্যুবরণ করেছেন মানুষকে ___ করতে ।

খ) যীশুর কথা, আশ্চর্য কাজ দেখে ___ ও ফরিসিরা তাঁর ওপর খুব খেপে উঠেছিল ।

গ) যীশুকে শত্রুর হাতে তুলে দিয়েছিল ___ ।

ঘ) শেষ ভোজের পর যীশু শিষ্যদের নিয়ে ___ নামক স্থানে গিয়েছিলেন।

ঙ) পিলাতের বিচারে যীশুর শাস্তি হয়েছিল ___ ।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর:

ক। “এই পানপাত্রটি আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যাও!ক। যীশু স্বর্গে উন্নীত হলেন।
খ। যীশু তাদের উপর ফুঁ দিলেন আর বললেন,খ। যীশুর পুনরুত্থান আামদের জীবনে দেখতে পাই 
গ। একটি মেঘবাহনে চড়েগ। প্রতিদিন তিনি আমাদের সাথেই আছেন।
ঘ। আমরা প্রলোভনকে জয় করতে পারলেঘ। আমাদের পরিত্রাণ সাধন করলেন।
ঙ। পুনরুত্থিত যীশু স্বর্গে গেলেওঙ। তবুও আমি যা চাই, তা নয়, তুমিই যা চাও, তাই হোক!”
 চ। তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ কর ৷

 

সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও

ক) কতো টাকার বিনিময়ে যুদাস যীশুকে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল ? 

খ) শত্রুরা যীশুকে কী বলে উপহাস করেছিল ? 

গ) পুনরুত্থানের পর যীশু কাকে প্রথম দেখা দিয়েছিলেন ? 

ঘ) যীশু তাঁর শিষ্যদের কার নামে মানুষকে দীক্ষাস্নাত করতে বলেছিলেন ? 

ঙ) পুনরুত্থানের কতোদিন পর যীশু স্বর্গারোহণ করেছিলেন?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও

ক) যীশুর যাতনাভোগ ও মৃত্যু সম্পর্কে লেখ। 

খ) যীশুর পুনরুত্থানের ঘটনাটি লেখ । 

গ) যীশুর স্বর্গারোহণের ঘটনাটি বর্ণনা কর।

Content added By
Promotion