যুব গঠনের উদ্দেশ্য কী ?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago
Vote Statistics
Option 1 : 0
Option 2 : 0
Option 3 : 0
Option 4 : 0

শূন্যস্থান পূরণ কর:

ক) মণ্ডলী বাণীপ্রচার ও ___ এক করে দেখে।

খ) “মানবপুত্র তো ___ পাবার জন্য আসে নি, সে এসেছে সেবা করতে”।

গ) আমি তোমাদের এই আদেশ দিচ্ছি, তোমরা পরস্পরকে ___ ।

ঘ) মণ্ডলী সব সময় তার সন্তানদের অভাব ও ___.অনুসারে সাড়া দিয়ে থাকে।

ঙ) মণ্ডলী জীবন্ত থাকে ___ কাজের মধ্য দিয়ে ।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর:

ক) জগতের অন্তিমকাল পর্যন্তক) তোমরা সফল হও।
খ) পিতার কাছে আমার নামে তোমরা যা কিছু চাইবেখ) মানুষকে স্বাবলম্বী করে তোলা যায়।
গ) আমি চেয়েছি, তোমরা কাজে এগিয়ে যাও, গ) মানুষকে সুস্থ করে তোলে ।
ঘ) শিক্ষার মাধ্যমেঘ) আমি সর্বদাই তোমাদের সঙ্গে আছি।
ঙ) আর্ত মানবতার সেবায়ঙ) তিনি তাই তোমাদের দেবেন।
 চ) মাদার তেরেজার নাম সবিশেষ উল্লেখযোগ্য 

 

সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

ক) মণ্ডলীর প্রেরণকাজ কার প্রতিফলন?

খ) মণ্ডলীর কাছে সেবা কাজের গুরুত্ব এত বেশি কেন ?

গ) সেবাকাজ সম্পর্কে যীশুর মনোভাব কী ? 

ঘ) যীশু শিষ্যদের কী আদেশ দিয়েছিলেন?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

ক) প্রেরণ কাজের অর্থ ব্যাখ্যা কর । 

খ) যীশু শিষ্যদের কী নির্দেশ দিয়ে প্রেরণকাজে পাঠিয়েছিলে? 

গ) মণ্ডলীর প্রধান প্রধান প্রেরণকাজের যেকোনো তিনটি সম্পর্কে লেখ।

Content added By
Promotion