বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার ফাঁকে রফিক আর্থিক সংকট মেটাতে টিউশনি করে। শিল্পপতি সালাম সাহেবের ছেলেকে সে সপ্তাহে তিন দিন পড়াতে যায়। অসুস্থতার জন্য রফিক এক সপ্তাহ পড়াতে যেতে পারেনি। মাস শেষে বেতন দেওয়ার সময় সালাম সাহেব হিসাব করে এক সপ্তাহের টাকা কেটে রাখেন।
উদ্দীপকে সালাম সাহেবের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত কোন দিকটি প্রাধান্য পেয়েছে?