মানিক কোনো ব্যক্তিকে তার হাত, পা, মাথা, চোখ, কান ইত্যাদিতে বিভক্ত করল। ইমরান কোনো ব্যক্তিকে তার সততা, সাহসিকতা, দয়াবান, ইত্যাদি গুণে বিভক্ত করল। মুনির মানুষ জাতিকে সৎ মানুষ, সভ্য মানুষ এবং শিক্ষিত মানুষ ইত্যাদিতে বিভক্ত করল।
ইমরান ও মুনিরের বিভাগকরণ কোন বিষয়টির সাথে সম্পর্কিত?