ক, খ ও গ যথাক্রমে ৫০,০০০ টাকা, ৬০,০০০ টাকা এবং ৭০,০০০ টাকা মূলধন নিয়ে মৌখিক চুরির, মাধ্যমে একটি অংশীদারি কারবার শুরু করে। মূলধনের উপর ১০% সুদ ধার্যের কথা চুক্তিতে থাকলেও ঋণের সুদ এবং মুনাফা বণ্টনের ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি। 'ক' বছরের মাঝামাঝিতে ঋণ হিসাবে ৩০,০০০ টাকা কারবারে আনয়ন করে। বছর শেষে কারবারের মুনাফা দাঁড়ায় ৩০,০০০ টাকা।
"গ" এর মুনাফার পরিমাণ কত?