মাহি ৮ম শ্রেণির ছাত্র। তার বাবা-মা শ্রমজীবী। মাহি Laptop কেনার টাকা চাইলে তার মা অভাবের কথা জানান। মাহি জেদ করে বাড়ি থেকে বের হয়ে উঠতি বয়সীদের সাথে মিশে ধোঁয়া ও নেশা জাতীয় দ্রব্য সেবন করে বাড়ি
ফিরে অসংলগ্ন আচরণ করে।
মাহির বাড়ি ফিরে এসে করা আচরণ প্রতিরোধে করণীয় হলো-
i. ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গঠন করা
ii. সুস্থ বিনোদনের ব্যবস্থা করা
iii. মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
সামাজিক সমস্যা হলো সমাজে বিরাজিত একটি অবস্থা, যা জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায়। বাংলাদেশে নানা সামাজিক সমস্যা রয়েছে। তার মধ্যে কিশোর অপরাধ ও মাদকাসক্তি দুটি বড় সমস্যা। বর্তমানে এ দুটি সমস্যা সবার জন্যই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এ অধ্যায় পাঠ শেষে আমরা-
• কিশোর অপরাধের ধারণা ব্যাখ্যা করতে পারব;
• কিশোর অপরাধের কারণ ও প্রভাব বর্ণনা করতে পারব;
• কিশোর অপরাধ প্রতিকারের উপায় সম্পর্কে বর্ণনা করতে পারব;
• মাদকাসক্তির ধারণা ব্যাখ্যা করতে পারব;
• মাদকাসক্তির কারণ ও প্রভাব বর্ণনা করতে পারব;
• মাদকাসক্তি প্রতিরোধের উপায় সম্পর্কে বর্ণনা করতে পারব; সমাজ জীবনে কিশোর অপরাধ ও মাদকাসক্তির প্রভাব সম্পর্কে সচেতন হব এবং এসব সমস্যা সমাধানের উপায় খুঁজব এবং শৃঙ্খলাপূর্ণ আচরণে উদ্বুদ্ধ হব।