রবিউল ও তরিকুল দুই ভাই। তারা দুইজন দুই স্কুলে পড়ে। দু'জনই স্ব স্ব স্কুলকে শ্রেষ্ঠ মনে করে। এ নিয়ে বাসায় প্রায় কথা হয়। তবে কেউ অন্যের কথায় উত্তেজিত হয় না। বরং অপরের যুক্তি শান্ত হয়ে মন দিয়ে শোনে। তারপর নিজের বক্তব্য পেশ করে।
রবিউল ও তরিকুলের আচরণে কোন গুণটি প্রধানভাবে ফুটে উঠেছে?