শাহ সুলতান ঢাকা চারুকলার ইনস্টিটিউটের শিক্ষক। তিনি অবসরে ছবি এঁকে প্রদর্শনী করেন। তার আঁকা অনেক ছবি উচ্চ মূল্যে বিক্রিও হয়।
উদ্দীপকের প্রতিষ্ঠান থেকে গৃহীত শিক্ষা শাহ সুলতান কাজে লাগিয়েছেন -
i. জীবিকার প্রয়োজনে
ii. সুন্দর ও রুচিশীল জীবনযাপনে
iii. সংস্কৃতিসমৃদ্ধ সমাজ গঠনে
নিচের কোনটি সঠিক?
এ অধ্যায় পাঠ শেষে আমরা-
• বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্পকলা ও দর্শনীয় স্থানগুলোর বর্ণনা দিতে পারব।
• প্রাচীন শিল্পকলার নির্মাণশৈলীর বর্ণনা দিতে পারব।
• জীবন ও জীবিকার জন্য চারু ও কারুকলা শিক্ষার গুরুত্ব উল্লেখ করতে পারব।
• চারু ও কারুকলার ব্যবহারিকক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারব।
• কালের বিবর্তনে টিকে যাওয়া শিল্পকর্মগুলোর নাম বলতে পারব।