রতন বাবু ছাত্র-ছাত্রীদের বললেন, পৃথিবীর বিভিন্ন জীবের বৈচিত্র্যের মাঝে একটা শৃঙ্খলা বিরাজ করছে। একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রক না থাকলে এ মহাবিশ্বের সবকিছু শৃঙ্খলার মধ্যে পরিচালিত হতো না। এই নিয়ন্ত্রক সর্বশক্তিমান। তিনি সাকার ও নিরাকার রূপে সবকিছু পরিচালনা করেন।
রতন বাবু সর্বশক্তিমান বলতে কাকে বুঝিয়েছেন?