উদ্দীপকের আলোকে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও

X, Y, Z তিনটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ১০, ১১, ১২।

X মৌলটির ইলেকট্রন সংখ্যা কত? 

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

পরমাণু খুব ক্ষুদ্র কণা। তাই এর গঠন সম্পর্কে ধারণা পাওয়া সহজ নয়। তবে বিভিন্ন বিজ্ঞানীদের পরীক্ষা-নিরীক্ষার পর পরমাণুর গঠন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া গেছে। পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সংখ্যার ভিন্নতার কারণে পরমাণুর ধর্মে পার্থক্য দেখা যায়৷

এ অধ্যায় পাঠ শেষে আমরা-

   • পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারব;
   • পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ব্যাখ্যা করতে পারব;
   • আইসোটোপ ব্যাখ্যা করতে পারব;
   • ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে পারব;
   • আয়ন কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করতে পারব;
   • ক্যাটায়ন ও অ্যানায়নের পার্থক্য করতে পারব;
   • অ্যানায়ন ও ক্যাটায়ন ব্যবহার করে রাসায়নিক সংকেত প্রণয়ন করতে পারব;
   • আইসোটোপের ব্যবহার বর্ণনা করতে পারব; আমাদের জীবনে আইসোটোপের অবদান উপলব্ধি করতে পারব।

Content added/updated by
Promotion