সোহেল ক্যামেরায় ছবি তোলার পর প্লেটটিকে স্লাইড হতে বের করে এক প্রকার রাসায়নিক দ্রবণে ডুবিয়ে রাখলেন। প্লেটের উপরস্থ সিলভার হ্যালাইড রাসায়নিক প্রক্রিয়ায় রৌপ্য ধাতবে পরিণত হয়।
উক্ত প্লেটের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর যে অংশ যত উজ্জ্বল সেই অংশে -
i. তত রুপা জমা হয়
ii. তত বেশি কালো দেখায়
iii. পজিটিভে তত বেশি উজ্জ্বল দেখায়
নিচের কোনটি সঠিক?
আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপতিত হলে মাধ্যম পরিবর্তনে এর গতিপথের ভিন্নতা দেখা যায়। এটি হলো আলোর প্রতিসরণ। এই অধ্যায়ে আমরা দৈনন্দিন জীবনে সংঘটিত আলোর প্রতিসরণের বিভিন্ন ঘটনা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং এর প্রয়োগ হিসাবে অপটিক্যাল ফাইবারের সাথে পরিচিত হব। এছাড়া ম্যাগনিফাইং গ্লাসের কাজ, মানব চক্ষু ও ক্যামেরার কার্যক্রম তুলনা নিয়ে আলোচনা করব।
এ অধ্যায় পাঠ শেষে আমরা-
• দৈনন্দিন জীবনে সংঘটিত প্রতিসরণের ঘটনাগুলো চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করতে পারব;
• পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করতে পারব;
• অপটিক্যাল ফাইবারের কাজ ব্যাখ্যা করতে পারব;
• ম্যাগনিফাইং গ্লাসের কাজ ব্যাখ্যা করতে পারব;
• চশমার কাজ ব্যাখ্যা করতে পারব;
• ক্যামেরা এবং চোখের কার্যক্রম তুলনা করতে পারব
• আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কার্যক্রমে আলোর অবদান উপলব্ধি করতে পারব।