বাজারের এক পাশে অনেক মানুষের জমায়েত দেখে এগিয়ে যা রহমান সাহেব। দেখেন একটি প্রতিবন্ধী কিশোরকে অনেকে বিরা করছে। কেউ কেউ আবার মজা করছে। তিনি কিশোরটিকে বাড়িতে নিয়ে আসেন। তার বড় ছেলের রজত কিশোরটিকে ডাক্তারের কাছে দিয়ে যাওয়ার প্রস্তাব করলে রহমান সাহেব বলেন, “এত বাড়াবাড়ির দরকার নেই।” “এদেরকে সঠিকভাবে চিকিৎসা দিলে এরা স্বাভাবিক জীবন স্রোতে ফিরে আসতে পারে।" এ কথা বলে রজত তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়।
উদ্দীপকের রহমান সাহেবের সঙ্গে 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?