or
Don't have an account? Register
আনিস শিক্ষিত যুবক। সে চাকরি না করে বাড়িতে কয়েকজন বন্ধু নিয়ে একটি পোলট্রি ফার্ম দিল । এই ফার্ম থেকে তারা প্রচুর ডিম বিক্রি করে । তারা এখন সফল ব্যবসায়ী ।
আনিস যে ফার্ম গড়ে তুলে তাতে তার ভূমিকা ছিল—
আনিসের মতো ফার্ম গড়ে তুলতে হলে প্রয়োজন—
i. ভূমি ও শ্রম
ii. উৎপাদন ও শ্রম
iii. মূলধন ও সংগঠন
নিচের কোনটি সঠিক?
শাওন যে ৫ জন শ্রমিক নিয়োগ করে তাদের গড় উৎপাদন-
শাওন শ্রমিক নিয়োগ ১ জন বৃদ্ধি করায় উৎপাদন যে ২ মণ বৃদ্ধি পায় তা হলো—
i. মোট উৎপাদন
ii. গড় উৎপাদন
iii. প্রান্তিক উৎপাদন
জসিম উপকরণ বাবদ ১০ হাজার টাকা ব্যয় করে কেন ?
আম চাষে জসিমের ব্যক্তিগত খরচ হচ্ছে—
i. ১০ হাজার টাকা
ii. ঘুম ও আরাম ত্যাগ
iii. ৫০টি গাছ বাবদ খরচ
অ' চিত্রের 'E' বিন্দুতে প্রকাশ পায়—
i. সর্বোচ্চ গড় উৎপাদন
ii. সর্বোচ্চ মোট উৎপাদন
iii. গড় ও প্রান্তিক উৎপাদনের সমতা