নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

মতিন তার চারপাশের অবস্থা দেখে কষ্ট বোধ করে। চারদিকের স্বার্থপর মানুষ দেখে তার মনে হয়, সে যদি অন্য জগতে চলে যেতে পারত তবে ভালো হতো।

মিল রয়েছে যে কারণে- 
i. জাগতিক জটিলতা দেখে কষ্ট পাওয়া
ii. ভালোবাসাপূর্ণ জগতের আকাঙ্ক্ষা
iii. যেখানে রয়েছে সেখানেই থাকতে চাওয়া

নিচের কোনটি সঠিক?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

আমি সেই জগতে হারিয়ে যেতে চাই,

যেথায় গভীর-নিশুত রাতে

        জীর্ণ বেড়ার ঘরে

নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই ॥

যেথায় লোকে সোনা-রূপায়

     পাহাড় জমায় না,

বিত্ত-সুখের দুর্ভাবনায়

     আয়ু কমায় না;

যেথায় লোকে তুচ্ছ নিয়ে

       তুষ্ট থাকে ভাই ॥

সারা দিনের পরিশ্রমেও

  পায় না যারা খুঁজে

একটি দিনের আহার্য সঞ্চয়,

তবু যাদের মনের কোণে

    নেই দুরাশা গ্লানি,

নেই দীনতা, নেই কোনো সংশয় ৷

যেথায় মানুষ মানুষেরে

বাসতে পারে ভালো

প্রতিবেশীর আঁধার ঘরে

জ্বালতে পারে আলো,

সেই জগতের কান্না-হাসির

     অন্তরালে ভাই

আমি হারিয়ে যেতে চাই ॥
 

Content added || updated By
Promotion