কামানুল গ্রামের খান সুপার সপ-এর সত্বাধিকারী জনাব সোহাগ খান একজন সফল ব্যবসায়ী এবং সমাজ সেবক। বাংলাদেশের কিছু সামাজিক বৈষম্য নিয়ে তার অনেক ভাবনা। তিনি মনে করেন বাংলাদেশে কতিপয় মানুষের সীমাহীন দূর্নীতির ফলে সম্পদ কুক্ষিগত হচ্ছে। এতে ধনী আরও ধনী হচ্ছে এবং গরিব আরও গরিব হচ্ছে যা দেশে এসডিজি অর্জনে অন্যতম অন্তরায়।
'ধনী আরও ধনী হচ্ছে এবং গরিব আরও গরিব হচ্ছে' জনাব সোহাগ খানের এ উক্তির সাথে বাংলাদেশের কোন বৈষম্যের মিল রয়েছে?