Eukaryota সুপার কিংডমভুক্ত এক ধরনের জীবদের দেহ এককোষী বা বহুকোষী হতে পারে। কোষে সকল ধরনের অঙ্গসহ DNA, RNA ও প্রোটিন থাকে।
উক্ত এ জগতভূক্ত জীবদের বৈশিষ্ট্য হলো-
i. খাদ্য গ্রহণ শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক
ii. যৌন ও অযৌন জনন ঘটে
iii. ভ্রুণ গঠিত হয়
নিচের কোনটি সঠিক?
মানবসভ্যতা বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ হচ্ছে খাদ্য উৎপাদন, চিকিৎসাশাস্ত্রের উন্নয়ন এবং বিরূপ পরিবেশে জীবনের অস্তিত্ব রক্ষা। এসব ক্ষেত্রে জীববিজ্ঞানের ভূমিকা অপরিসীম। এই অধ্যায়ে জীববিজ্ঞানের সংজ্ঞা, শাখাসমূহের নাম এবং জীবের নামকরণের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে।
এই অধ্যায় পাঠ শেষে আমরা-