বুলারাটি গ্রামের মানুষ আজ প্রায় সবাই শিক্ষিত। দশ বছর আগে যেখানে বাল্যবিবাহ, বহুবিবাহ, যৌতুকসহ নানা রকম অনাচার ছিল। সেখানে আজ সবাই সচেতন। অন্যায়ের বিরুদ্ধে সচেতন। গ্রামের নারী আজ আর অবলা নয়; বরং শিক্ষায় পুরুষদের চেয়ে এগিয়ে।
উদ্দীপকটিতে পাঠ্যবইয়ের কোন বিষয়টি ফুটে উঠেছে?