মৎস্য চাষি ফখরুল একদিন সকালে দেখলেন তার পুকুরের বেশ কয়েকটি মাছ ভেসে উঠেছে এবং মুখ 'হা' করে আছে ৷ এই দেখে তিনি তাৎক্ষণিকভাবে মৎস্য বিশেষজ্ঞের পরামর্শক্রমে ব্যবস্থা নিলেন।
ফখরুলের পুকুরের মাছগুলোর এরূপ অবস্থার কারণ—
i. পানিতে অক্সিজেন ঘাটতি
ii. পুকুরে পর্যাপ্ত সূর্যালোকের অভাব
iii. জৈব পদার্থের পচন
নিচের কোনটি সঠিক?