জেসিপিএসসির একদল শিক্ষক কক্সবাজার বেড়াতে যান। সেখানে যাবতীয় ব্যয় তারা ইলেকট্রনিক কার্ডের মাধ্যমে সম্পন্ন করেন। ব্যাংক হিসেবে সৈকতের টাকা ফুরিয়ে গেলেও তার লেনদেন ঐ কার্ডের মাধ্যমে সম্পন্ন করতে পারেন। সিলেট ফিরে এসে তিনি সুদসহ ঐ জমাতিরিক্ত টাকা পরিশোধ করেন।
উদ্দীপকের সেবার আলোকে সঠিক হলো-
i. সৈকত ছাড়া সবার ডেবিট কার্ড ছিল
ii. সৈকতের ক্রেডিট কার্ড ছিল
iii. সৈকতের ডেবিট কার্ড এবং অন্যদের ক্রেডিট কার্ড ছিল
নিচের কোনটি সঠিক?